ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের দল থেকে প্রত্যাশিত ভাবেই বাদ পড়েছেন ভারতের দুই নির্ভরযোগ্য প্লেয়ার চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরও জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে দুই তারকা ক্রিকেটারের খারাপ পারফরম্যান্সের পর এমনটাই হওয়া স্বাভাবিক ছিল। তিনি মনে করেন, দুই অভিজ্ঞ ব্যাটারের পক্ষে টেস্ট ফিরে আসার লড়াইটা একেবারেই সহজ হবে না। বরং খুব বেশিই কঠিন হবে।
পরিসংখ্যান বলছেন, ২০২১-এর শুরু থেকে যদি ধরা যায়, তবে দেখা যাবে, পূজারা ১৬টি টেস্ট খেলে মাত্র সাতটি অর্ধশতরান করেছেন। তাঁর গড় মাত্র ২৭.৯৩। রাহানে আবার ১৫টি টেস্ট খেলে তিনটি অর্ধশতরান করেছেন। গড় ২০.২৫। এ হেন পারফরম্যান্সের কারণেই নির্বাচকেরা শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮জনের টেস্ট দলে রাহানে এবং পূজারাকে রাখেননি।
ইন্ডিয়া টুডে-তে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাসকর বলেছেন, ‘এটা প্রত্যাশিতই ছিল। দক্ষিণ আফ্রিকায় তিনটি টেস্টে যদি ওরা সেঞ্চুরি করত বা ৮০-৯০ রানের ইনিংস খেলত, তাহলে ব্যাপারটা অন্যরকম হতে পারত। অজিঙ্কা রাহানে একটি আকর্ষণীয় নক খেলেছিলেন। কিন্তু এর বাইরে দলের যখন রান প্রয়োজন, তখন তারা পারফরম্যান্স করতে পারেনি।’
নির্বাচকদের চেয়ারম্যান চেতন শর্মা দুই তারকা ক্রিকেটারকে রঞ্জি ট্রফি খেলার পরামর্শ দেন। পাশাপাশি তিনি জানিয়েও দিয়েছিলেন, দলে ফেরার দরজা তাদের জন্য খোলা থাকবে। তবে গাভাসকর মনে করেন, পূজারা এবং রাহানের দলে ফেরাটা খুব সহজ হবে না। তিনি বলেছেন, ‘ওরা ফিরতেই পারে, কেন নয়? যদি ওরা খুব ভালো পারফরম্যান্স করে। প্রতিটি রঞ্জি ট্রফির ম্যাচে ২০০-২৫০ স্কোর করে, তাহলে অবশ্যই ফিরে আসা সম্ভব। তবে এই টেস্ট সিরিজের পরে, ইংল্যান্ডে শুধুমাত্র একটি মাত্র টেস্ট রয়েছে এবং তার পরে, টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে, তাই আমরা নভেম্বর এবং ডিসেম্বরে (পরবর্তী টেস্টের জন্য) তাকিয়ে থাকব।’
এর সঙ্গে গাভাসকর যোগ করেছেন, ‘আমি মনে করি সময় ওদের পক্ষে থাকবে না। কারণ ওদের বয়স এখন ৩০-এর মাঝামাঝি। ওদের জায়গায় যদি তরুণদের সুযোগ দেওয়া হয় এবং সেই তরুণরা যদি সুযোগ কাজে লাগিয়ে দেয়, তা হলে ওদের (পূজারা ও রাহানে) পক্ষে দলে ফেরা কঠিন হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।