বাংলা নিউজ > ময়দান > জোহানেসবার্গে ভারতের হারের জন্য পন্ত নন, আসল কারণগুলি ব্যাখ্যা করলেন গাভাসকর

জোহানেসবার্গে ভারতের হারের জন্য পন্ত নন, আসল কারণগুলি ব্যাখ্যা করলেন গাভাসকর

ঋষভ পন্ত এবং সুনীল গাভাসকর।

অনেকেই জোহানেসবার্গে ভারতের এই হারের জন্য ঋষভ পন্তকে দুষছেন। কারণ তিনি নিজেদের দ্বিতীয় ইনিংসে শূন্য করে বাজে শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন। একটা সময়ে পন্তের সেই আউট নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন গাভাসকরও। কিন্তু পন্তের এই আউট ভারতের হারের জন্য কোনও ভাবেই দায়ী নয় বলেই মনে করছেন সুনীল গাভাসকর।

বৃহস্পতিবার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারের দুুরন্ত ৯৬ রানই ভারতকে জয় এনে দিয়েছে। দ্বিতীয় ইনিংসে ২৪০ রান তাড়া করতে নেমে সহজ জয় ছিনিয়ে নিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে প্রোটিয়া টিম। 

অনেকেই ভারতের এই হারের জনয ঋষভ পন্তকে দুষছেন। কারণ তিনি নিজেদের দ্বিতীয় ইনিংসে শূন্য করে বাজে শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন। একটা সময়ে পন্তের সেই আউট নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন গাভাসকরও। কিন্তু পন্তের এই আউট ভারতের হারের জন্য কোনও ভাবেই দায়ী নয় বলেই মনে করছেন সুনীল গাভাসকর। বরং তিনি টিম ইন্ডিয়ার হারের জন্য বেশ কিছু কারণ তিনি সামনে তুলে ধরেছেন।

স্টার স্পোর্টসে ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে গাভাসকর দাবি করেছেন, ‘পন্তের হারটা ভারতের হারের একমাত্র কারণ নয়। আমি মনে করি অন্য ব্যাটসম্যানরা তাদের যে অবদান রাখা উচিত ছিল, তারা সেটা করতে পারেনি। সুতরাং, আমি মনে করি, ভারত যদি দুই ইনিংসেই ৩০০ রান করত, তবে হয়তো ম্যাচটা অন্য রকম হত।’

গাভাসকর আরও বলেন, ‘পন্তের সেই নির্দিষ্ট শট সম্পর্কে যাই বলুন না কেন, এটি নিশ্চিত ভাবে খুব খারাপ শট ছিল। তবে এটি ভারতের হারের কারণ ছিল না। ভারতের আরও রান করা উচিত ছিল, প্রথমে ব্যাট করে তাদের শুরুটা বেশ ভালো ছিল। কিন্তু ওরা সেটাকে পুঁজি করে ২৮০-৩০০ রান করতে পারেনি।’

এর পাশাপাশি গাভাসকর মনে করেন, চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে জুটি তৃতীয় উইকেটে ১১১ রান করেছিল ঠিকই, তবে তারা যদি আরও কিছুক্ষণ ক্রিজে থাকত, তবে দক্ষিণ আফ্রিকার চাপটা আরও বাড়ত। তিনি বলেছেন, ‘দ্বিতীয় ইনিংসে পূজারা-রাহানে জুটি যদি আর একটু বেশি রান করত, তবে তারা দক্ষিণ আফ্রিকার জন্য আরও বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারত।’

বন্ধ করুন