তিনি 'ইউনিভার্স বস'। তিনি ক্রিস্টোফার হেনরি গেইল। যিনি অবলীলায় একের পর এক বলকে মাঠের বাইরে পাঠান। মাঠের বাইরেও তার জীবন বিন্দাস। একেবারে চিন্তাভাবনাহীন জীবন কাটান তিনি। এই মুহূর্তে 'আলটিমেট ক্রিকেট চ্যালেঞ্জ' খেলতে ব্যস্ত গেইল।
তবে 'চিরতরুণ' গেইলের ৪১ বছর বছরেও থেমে যাওয়ার কোনা ভাবনাই নেই। ক্রিস গেইল এই বছর ভারতে এবং আগামী বছর অস্ট্রেলিয়ায় পর পর দুটো টি-২০ বিশ্বকাপে খেলতে চান । সেই বিশ্বকাপ দুটিতে খেলার পর নিজের অবসর নিয়ে ভাববেন গেইল।
প্রসঙ্গত টেস্ট বা ওয়ানডে নয় এখন ক্যারিবিয়ান ক্রিকেটাররা শুধু টি-২০ খেলেন। বিশ্বের নানা প্রান্তে ক্রিকেটের অন্যতম বিনোদন প্রদানকারী গেইল। আমিরশাহির আইপিএলে পঞ্জাবের হয়েও তাঁর পারফরম্যান্স ছিল বেশ ভাল। তবু গেইলের বয়সের কথা মাথায় রেখে গেইলকে প্রশ্ন তোলা হত আর কত দিন বাইশ গজে থাকবেন তিনি।
নতুন বছরে পা দিয়েই গেইল জানিয়েছেন 'এখনই অবসর নিয়ে কোনও পরিকল্পনা নেই। আমি বিশ্বাস করি, আরও পাঁচটা বছর ক্রিকেট চালিয়ে খেলতে পারব। ৪৫-এ পা দেওয়ার আগে অবসরের কোনও সম্ভাবনাই নেই।’