লিজেন্ডস লিগ দিয়ে ক্রিকেট মাঠে ফিরতে মরিয়া সেই দেশের প্রাক্তন অধিনায়ক আসগর আফগান। গৌতম গম্ভীরের নেতৃত্বে দলে খেলবেন আসগর। লিজেন্ডস লিগ শুরুর আগে ভারতীয় ক্রিকেট দল নিয়ে কথা বলতে গিয়ে প্রাক্তন আফগান অধিনায়ক আসগর আফগান, ভারতীয় ব্যাটিং অর্ডার নিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, যদি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আউট করা যায়, তা হলে টিম ইন্ডিয়া অর্ধেক শেষ হয়ে যাবে। তাঁর দাবি, ওয়ানডেতে ভারতের মোট রান থেকে প্রায় ১০০-১২০ রান কম হবে এবং টি-টোয়েন্টিতে প্রায় ৬০-৭০ রান কম হবে
আরও পড়ুন: এক, এক পা করে এগোচ্ছি- ক্রাচে ভর করে প্রত্যয়ী জাদেজা
আসগরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, আপনি রোহিত এবং বিরাটের বিরুদ্ধে প্রচুর ক্রিকেট খেলেছেন, আপনি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁদের পদ্ধতি সম্পর্কে কী বলবেন? জবাবে আসগর বলেন, ‘যখন কোনও প্লেয়ার রান পায় না, তখন তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়। এটা প্রত্যেক ক্রিকেটারের জীবনের একটি অংশ। কিন্তু যখনই আমরা ভারতের বিরুদ্ধে ক্রিকেট খেলতাম, আমাদের পরিকল্পনা বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ঘিরেই আবর্তিত হত।’
আরও পড়ুন: ভারতকে টপকে যাওয়া স্বপ্ন ভঙ্গ, T20 Ranking-এ পতন হল পাকিস্তানের, উপরে উঠল লঙ্কা
এর কারণ বলতে গিয়ে আসগার বলেছেন, ‘আমরা তখন বলতাম যে, রোহিত এবং বিরাটকে আউট করলেই টিম ইন্ডিয়ার অর্ধেক সেখানেই শেষ। এই দুই বড় খেলোয়াড়ের বিরুদ্ধে গোটা বিশ্ব পরিকল্পনা করে। এঁরা এমন দু'জন খেলোয়াড়, যাঁরা একক ভাবে ম্যাচ জেতাতে পারেন। আমরা সব সময় শুরুতে এই দু'জনকে আক্রমণ করতাম। এই দু'জনকে শুরুতে আউট করতে না পাারলে, তবে উভয়ই খুব বিপজ্জনক হয়ে উঠবেন। বিশেষ করে বিরাট কোহলি। একবার সেট হয়ে গেলে ওঁকে আউট করা খুব কঠিন হয়ে পড়ে।’
এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘আমরা বিশ্বাস করতাম যে, যদি ভারতের এই দুই ক্রিকেটারকে তাড়াতাড়ি আউট করতে পারি, তা হলে ওয়ানডেতে ভারতের মোট রান থেকে প্রায় ১০০-১২০ রান কম হবে এবং টি-টোয়েন্টিতে প্রায় ৬০-৭০ রান কম হবে।’ আসলে কোহলি- রোহিতের প্রশংসার ছলে আসগার কিন্তু ভারতের বাকি ব্যাটারদের কার্যত খোঁটা দিয়েছেন।