২০২২ আইপিএল-এ উমরান মালিক, অর্শদীপ সিং এবং তিলক বর্মা মতো প্রতিভাবান ক্রিকেটাররা নিজেদের পারফরম্ দিয়ে বিশ্ব ক্রিকেটের মন জিতেছেন। উমরান মালিক ও অর্শদীপ সিংরা নিজেদের পারফরমেন্স দিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে জায়গা পাকা করে নিয়েছেন। ২০২২ আইপিএল-এ আরও এক তরুণ তারকা সমালোচকদের মন জয় করেছেন। তিনি হলেন মহসিন খান। লখনউ-এর জন্য দুরন্ত পারফর্ম করেছেন মহসিন খান।
২০২২ আইপিএল-এ মহসিন খান লখনউ সুপার জায়ান্টসের হয়ে ৯ ম্যাচে ৫.৯৬ ইকোনমিরেটে বল করে মোট ১৪টি উইকেট শিকার করেছেন। এই মরশুমে মহসিন খান ৩০-এর বেশি ওভার বল করেছেন। মহসিন খানকে ২০ লক্ষ টাকার বিনিময়ে লখনউ সুপার জায়ান্টস তাদের দলে নিয়েছিল।
নিজের ছাত্রের এমন পারফরমেন্স নিয়ে মুখ খুললেন কোচ বদরুদ্দিন সিদ্দিকী। মহসিন খানকে নিয়ে মহম্মদ শামির সঙ্গে সিদ্দিকীর কী কথা হয়েছিল সেটাই জানালেন বদরুদ্দিন। স্পোর্টস ইয়ারির সঙ্গে কথা বলতে গিয়ে সিদ্দিকী বলেন, ‘যখন নিলাম চলছিল তখন আমি শামির সঙ্গে তার খামারবাড়িতে বসেছিলাম। তাকে বাছাই করা হয়েছিল সেই সঙ্গে মহসিনকেও বাছা হয়েছিল। তারপর আমরা মহসিনের সম্পর্কে একটি কথোপকথন ছিল। শামি আমাকে বলেছিলেন, ‘যদি তুমি আমাকে তার সঙ্গে চার মাস সময় দাও, তাহলে আমি তাকে ভারতের সেরা অলরাউন্ডার বানিয়ে দেব।’ সে খুব ভালো ব্যাটসম্যান। এমনকি কেএল রাহুল আগেও বলেছিলেন যে তার খেলাটি সম্পর্কে ভালো বোঝাপড়া রয়েছে।’
সিদ্দিকী আরও বলেছিলেন যে শামি সর্বদা তরুণদের সাহায্য করতে প্রস্তুত। সিদ্দিকী বলেন, ‘অনেক বোলার থাকতে পারে কিন্তু আপনার ভালো বোঝাপড়া থাকতে হবে। কোন ব্যাটসম্যানের বিরুদ্ধে কোন বল ব্যবহার করতে হবে তা জানতে হবে। আজ শামি বড় বোলার। তবে তিনি সর্বদা প্রস্তুত এবং আগত তরুণদের সাহায্য করার জন্য তৈরি থাকেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।