শুভব্রত মুখার্জি: দীর্ঘদিন বাদে চোট সারিয়ে মাঠে ফিরেছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তবে প্রত্যাবর্তনটা সুখের হল না তাঁর। শেফিল্ড শিল্ডের ম্যাচে এদিন খেলতে নামেন তিনি। তবে ভিক্টোরিয়ার হয়ে খেলতে নেমে দীর্ঘক্ষণ উইকেটে স্থায়ী হতে পারলেন না তিনি। মাত্র পাঁচ রানেই এলবিডব্লিউ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হল তাঁকে। ১২১৮ দিন বাদে শেফিল্ড শিল্ডে খেলতে নামাটা একেবারেই সুখকর হল না তাঁর।
আরও পড়ুন… ও একটা শয়তান, জেলে যাওয়ার পরেও বদলায়নি- বরিস বেকারের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ
২০১৯ সালে শেষবার শেফিল্ড শিল্ডের ম্যাচে খেলেছিলেন তিনি। এবার ফের একবার শেফিল্ড শিল্ডে খেলতে নামেন তিনি। তবে প্রত্যাবর্তনে সাফল্যের মুখ দেখলেন না তিনি। মাত্র পাঁচ রান করেই আউট হয়ে গেলেন। তাঁকে এলবিডব্লিউ আউট করেন জর্ডন বাকিংহাম। দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৯ বল খেলেই শেষ হয়ে যায় তাঁর ইনিংস। চার বছর বাদে শেফিল্ড শিল্ডের প্রথম ম্যাচে তিনি ৯ বলে ৫ রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে। গত নভেম্বর মাসে নিজের পা ভেঙে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। এবার প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরেও খুব একটা সুবিধা তিনি করতে পারলেন না।
আরও পড়ুন… ভারতের মাটিতে আমরা ‘পরীক্ষায়’ ব্যর্থ হয়েছি- দিল্লি টেস্টে হারের পর অজি কোচের স্বীকারোক্তি
তাঁর এই পারফরম্যান্সের ফলে অস্ট্রেলিয়া দলে ফেরার পথ তাঁর কিছুটা হলেও কঠিন হল। সামনের মার্চেই ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া দল। সেই দলের নির্বাচন হবে আর কয়েকদিন পরেই। এই ম্যাচে রান করতে পারলে জাতীয় দলে তাঁর ফেরার দাবিটা প্রবল হত। ৩৪ বছর বয়সি ম্যাক্সওয়েল গত নভেম্বরে চোটের কবলে পড়েছিলেন। গত টি-২০ বিশ্বকাপের অভিযান অজিদের তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। এরপর তিনি তাঁর এক বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। সেখানেই এক দুর্ঘটনায় তাঁর পা ভেঙে গিয়েছিল। তাঁর বা দিকের ফিবুলা ভেঙে গিয়ে তাঁকে ছিটকে যেতে হয়েছিল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।