আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার হিসেবে এবছর শুভমন গিলের হাতে ওঠে ১০ লক্ষ টাকা ও সুদৃশ্য ট্রফি। তবে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে এমন এক অভিনব পুরস্কার দেওয়া হয় গ্লোবাল টি-২০ কানাডায়, যার কথা বিসিসিআইয়ের পক্ষে ভাবা মুশকিল। সন্দেহ নেই আর্থিক মূল্যে এই একটি পুরস্কারেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগকে দূরে ছুঁড়ে ফেলে কানাডার ঘরোয়া টি-২০ লিগ।
এবছর গ্লোবাল টি-২০ কানাডার ম্যান অফ দ্য সিরিজ হয়ে শেরফান রাদারফোর্ড পুরস্কার পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাফ একর জমি। অর্থাৎ কানাডার ঘরোয়া টি-২০ লিগের সেরা ক্রিকেটার হয়ে ক্যারিবিয়ান তারকা আমেরিকায় হাফ একর জমির মালিক হয়ে গেলেন।
রাদারফোর্ড সেই সঙ্গে জিতে নিয়েছেন ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও। সেই পুরস্কারের জন্য তাঁর হাতে ওঠে ১ হাজার মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমান ৮০ হাজার টাকার বেশি। উল্লেখ্য, আইপিএলে ফাইনালের সেরা ক্রিকেটারকে দেওয়া হয় ৫ লক্ষ টাকা।
শেরফান জিতেছেন ম্যান অফ দ্য মোমেন্ট পুরস্কারও। যার সুবাদে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে ৫০০ মার্কিন ডলার। ফ্লিপ চ্যালেঞ্জ উইনারের পুরস্কার জিতে ১ হাজার কানাডিয়ান ডলার পকেটে পোরেন রাদারফোর্ড, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬০ হাজার টাকার বেশি। সুতরাং, গ্লোবাল টি-২০ কানাডা থেকে পারিশ্রমিক ছাড়াও দু'হাত ভরে পুরস্কার জিতলেন ক্যারিবিয়ান তারকা।
কোন কোন পুরস্কার জিতলেন রাদারফোর্ড:-
১. ম্যান অফ দ্য সিরিজ- আমেরিকায় হাফ একর জমি।
২. ম্যান অফ দ্য ফাইনাল ম্যাচ- ১০০০ মার্কিন ডলার।
৩. ম্যান অফ দ্য মোমেন্ট- ৫০০ মার্কিন ডলার।
৪. ফ্লিপ চ্যালেঞ্জ উইনার- ১০০০ কানাডিয়ান ডলার।
সারে জাগুয়ার্স বনাম মন্ট্রিয়াল টাইগার্স ফাইনাল ম্যাচের ফলাফল:-
গ্লোবাল টি-২০ কানাডার ফাইনালে শেষ বলের থ্রিলারে সারে জাগুয়ার্সকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মন্ট্রিয়াল টাইগার্স। টস হেরে প্রথমে ব্যাট করে জাগুয়ার্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩০ রান তোলে। যতীন্দর সিং ৫৬, মহম্মদ হ্যারিস ২৩, লিটন দাস ১২, ইফতিকার আহমেদ ৮, আয়ান খান ২৬ ও ম্যাথিউ ফোর্ড ১ রান করেন। আন্দ্রে রাসেল ৪ ওভারে ২৪ রান খরচ করে ১টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে টাইগার্স ম্যাচের একেবারে শেষ বলে জয় তুলে নেয়। তারা ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩৫ রান সংগ্রহ করে। রাদারফোর্ড ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। আন্দ্রে রাসেল ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬ বলে ২০ রান করে নট-আউট থাকেন।
৪ ওভারে মাত্র ৮ রান খরচ করে ২টি উইকেট নেন ইফতিকার। ব্যাটে-বলে সফল রাসেলকে টপকে ম্যাচের সেরা হন রাদারফোর্ড। টুর্নামেন্টে সাকুল্যে ২২০ রান সংগ্রহ করে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও জেতেন শেরফান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।