শুভব্রত মুখার্জি
ভারতীয় টেবিল টেনিসের সমর্থকদের জন্য সুখবর। গনাসেখারানের সাথিয়ান এবং হারমিত দেশাইয়ের জুটি পুরুষ ডাবলসে বিশ্ব পর্যায়ে তাঁদের প্রথম শিরোপা জিততে সমর্থ হলেন। ইন্টারন্যাশনাল প্রো ট্যুরে এটাই এই জুটির প্রথম খেতাব জয়। ফাইনালে তাঁরা ৩-১ ফলে হারায় এমান্যুয়েল লেবেসন এবং অ্যালেকসান্দ্রে কাসিন জুটিকে। ডব্লুটিটি কন্টেন্ডার তিউনিসের পুরুষ ডাবলস বিভাগের শিরোপা জেতে এই জুটি।
ফরাসি জুটিকে ভারতীয় জুটি হারাল ১১-৯,৪-১১,১১-৯ এবং ১১-৬ ফলে। এদিন প্রথম গেমে ভারতীয় জেতার পরে দ্বিতীয় গেমে ফরাসি জুটি কামব্যাক ঘটায়। তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই করে জিতে ভারতীয় জুটি ম্যাচে ২-১ ফলে লিড নেয়। চতুর্থ গেমে ভারতীয় জুটি কার্যত সহজেই জিতে শিরোপা জয় নিশ্চিত করে।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সাথিয়ান জানান, 'এটা দেশাইয়ের সঙ্গে জুটি বেঁধে আমার প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়। আমরা দীর্ঘদিন পরে একসঙ্গে খেলছি। প্রো ট্যুরে এইভাবে পদক জয়ের মধ্যে দিয়ে শুরু করাটা দারুন ব্যাপার।' উল্লেখ্য এদিন ভারতীয় জুটির টিটি বোর্ডে যে স্পিড ছিল। সেই স্পিডের কাছেই কার্যত হার স্বীকার করতে বাধ্য হয় ফরাসি জুটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।