শুভব্রত মুখার্জি: বার্মিংহাম কমনওয়েলথ গেমসটা একেবারেই ভালো কাটছে না ভারতের স্টার প্যাডলার মণিকা বাত্রার। মিক্সড টিম ইভেন্টে হেরে ছিটকে যাওয়ার পর এবার মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনাল থেকেও ছিটকে গেলেন মণিকা বাত্রা। বলা ভালো কমনওয়েলথ গেমসে ভারতীয় স্কোয়াডের জন্য ঘটে গেল সবথেকে বড় অঘটন। বিশ্ব ক্রমতালিকায় ৬ নম্বরে থাকা মণিকা বাত্রা-সাথিয়ান গনেশন জুটি কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে গেলেন। বলা ভালো এই জুটির উপর আশা করা হয়েছিল তারা ভারতের হয়ে স্বর্ণপদক নিয়ে আসবেন।
আরও পড়ুন: টি-২০ সিরিজ হারের পর জিম্বাবোয়ের বিরুদ্ধে ১ম ওয়ানডেতেও হার টাইগারদের
এদিন কোয়ার্টার ফাইনালে ভারতীয় জুটি মুখোমুখি হয়েছিল মালয়েশিয়ার ক্যারেন লিন এবং জাভেন চঙ্গ জুটির। যেখানে তাদের হারতে হল ২-৩ গেমে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে এদিন মণিকারা ম্যাচটা হেরে যান। একেবারে তীরে এসে তরি ডুবে যায় সাথিয়ানদের। গেমস শুরুর আগেই তাদেরকে ফেভারিট ভাবা হয়েছিল। তবে ফেভারিটের ট্যাগের প্রতি সুবিচার তারা করতে পারলেন না।
প্রসঙ্গত ২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে এই জুটিই ভারতকে এনে দিয়েছিল ব্রোঞ্জ পদক। এবার তাদের ফিরতে হচ্ছে খালি হাতেই। উল্লেখ্য মিক্সড টিম ইভেন্টেও মালয়েশিয়ার ক্যারেন লিনের কাছে ৩-০ গেমে হারতে হয়েছিল বাত্রাকে। তবে প্রি কোয়ার্টার ফাইনালে বাত্রা-সাথিয়ান জুটি যে দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছিলেন তারপর মেডেল জয়ের প্রত্যাশা আরও বেড়ে গিয়েছিল। যা এসে মুখ থুবড়ে পড়ল মিক্সড ডাবলসের কোয়ার্টারে। তবে বাত্রা-সাথিয়ান জুটি হারলেও জাতীয় চ্যাম্পিয়ন জুটি শরথ কমল এবং সৃজা আকুলা জুটি লিয়াম পিচফোর্ড এবং টিন-টিন-হো জুটিকে হারিয়ে পৌঁছে গেল সেমিফাইনালে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।