শাকিব আল হাসান বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্ব হাতে নেওয়ায় স্বস্তি প্রকাশ করতে গিয়ে বড়সড় বিতর্ক বাঁধিয়ে বসলেন ব্যাটিং কোচ জেমস সিডনস। শাকিবের ক্যাপ্টেন্সির প্রশংসা করার সময় নেতা হিসেবে মোমিনুল হকের গ্রহণযোগ্যতা নিয়েই সংশয় প্রকাশ করে বসেন তিনি। পরে চেষ্টা করেও শাক দিয়ে মাছ ঢাকা সম্ভব হয়নি তাঁর পক্ষে।
মোমিনুল ক্যাপ্টেন্সি ছাড়ার পরে শাকিবকে নেতৃত্বে ফেরায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এপ্রসঙ্গে প্রতিক্রিয়ায় ব্যাটিং কোচ সিডনস জানান যে, শাকিবের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণ রয়েছে, বাংলাদেশ দলে যেটার অভাব ছিল। তিনি এমনও মন্তব্য করেন যে, দলের ক্রিকেটাররা শাকিবকে অনেক বেশি পছন্দ করেন।
সুতরাং, এমন মন্তব্য থেকে দু'টি বিষয় স্পষ্ট। প্রথমত, মোমিনুল যোগ্য নেতা ছিলেন না। অর্থাৎ, অযোগ্য ক্রিকেটারের হাতে নেতৃত্বের দায়ভার তুলে দিয়েছিল বিসিবি। দ্বিতীয়ত, ক্যাপ্টেন হিসেবে দলে মোমিনুলের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল। দলের ক্রিকেটারদের মধ্যেই সম্ভবত অসন্তোষ বাড়ছিল মোমিনুলকে নিয়ে।
আরও পড়ুন:- ICC সুপার লিগ টেবিলে ভারতকে টপকে তিনে উঠল আফগানিস্তান, শীর্ষে রয়েছে বাংলাদেশ
সিডনস বলেন, ‘শাকিব ক্যাপ্টেন হওয়ায় ওর পক্ষে বেছে বেছে ম্যাচ খেলার সুযোগ নেই। সব ম্যাচেই মাঠে নামতে হবে ওকে। শাকিব থাকলে দলের শক্তি বাড়ে। সুতরাং, বাংলাদেশ অনেক শক্তিশালী হয়ে মাঠে নামতে পারবে। তাছাড়া শাকিবের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণ রয়েছে, বাংলাদেশ দলে যেটার অভাব চোখে পড়ছিল। শাকিব ক্যাপ্টেন হওয়ায় দলের বাকি ক্রিকেটাররা আত্মবিশ্বাস ফিরে পাবে।’
পরক্ষণেই বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, ‘শাকিব এর আগেও ক্যাপ্টেন্সি করেছে। ওর উপরে সবার আস্থা রয়েছে। দলের সবাই ওর পাশে রয়েছে। সবাই ওকে সামনে রেখে অনুসরণ করতে পারবে।’
আরও পড়ুন:- টেস্টে বাংলাদেশের নতুন অধিনায়ক শাকিব, সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন
শেষে বিপর্যয় মোকাবিলার ঢংয়ে সিডনস বলেন, ‘এমনটা নয় যে, ক্রিকেটাররা মোমিনুলের পাশে ছিল না। তবে নেতৃত্ব ছেড়ে এবার চাপমুক্ত হয়ে মাঠে নামতে পারবে মোমিনুল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।