সেপ্টেম্বরের শেষ থেকে জসপ্রীত বুমরাহ চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন। ভারতের তারকা ফাস্টবোলার, যিনি তাঁর পিঠের চোটের কারণে এশিয়া কাপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ- সব টুর্নামেন্টেই টিম থেকে ছিটকে গিয়েছেন।
ভারত সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জাজনক ভাবে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায়। আর ভারতের এই ভরাডুবির কারণ হিসেবে অনেকেই বুমরাহের অনুপস্থিতিকে দায়ী করেছেন। তবে টিম ইন্ডিয়ার ভক্তরা তারকা পেসারের ফিটনেস ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন। যদিও বুমরাহ কবে পুরোপুরি সুস্থ হবেন, সেই সম্পর্কে বিসিসিআই এখনও সরকারি ভাবে কোনও কিছু জানায়নি।
একটি স্ট্রেস ফ্র্যাকচার সম্পূর্ণ নিরাময় হতে ৫-৬ মাস পর্যন্ত সময় লাগতে পারে। তবে সৌভাগ্যক্রমে বুমরাহকে কোনও অস্ত্রোপচার করতে হয়নি। কারণ ফ্র্যাকচার নিরাময়ের জন্য পর্যাপ্ত বিশ্রামই যথেষ্ট ছিল। যদিও বুমরাহ কবে জাতীয় দলে ফিরবেন, তা নিয়ে নিশ্চিত ভাবে কেউ কেনও আপডেট দিতে পারছেন না, তবে ভারতের তারকা পেসার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, যেটা থেকে ইঙ্গিত মিলেছে, হয়তো তিনি খুব শীঘ্রই দলে ফিরতে চলেছেন। বুমরাহ একটি তিন-শব্দের পোস্টে লিখেছেন, ‘শুভ সময় আসছে।’ এর থেকেই অনেকের ধারণা খুব শীঘ্রই বুমরাহকে নীল জার্সিতে দেখা যাবে।
ইনস্টাগ্রাম পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে বুমরাহের আইপিএল ফ্র্যাঞ্চাইজি টিম মুম্বই ইন্ডিয়ান্স লিখেছে, ‘দ্য সানডে স্মাইল।’ অনুরাগীরা অনেকে আবার ভাবছেন, মুম্বইয়ের এই পোস্টে মন্তব্য করার অর্থ, ২০২৩ আইপিএলে বুমরাহ স্বমহিমায় মাঠে ফিরবেন। যা মার্চের শেষের দিকে বা এপ্রিলের প্রথম দিকে শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: পন্তের ODI গড় ৩০,স্যামসনের ৬০- সাদা বলে ক্রিকেটে সঞ্জুর হয়ে সরব কিউয়ি প্রাক্তনী
সেপ্টেম্বর মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন তিনি চোট পান। তাঁর বদলে সেই সিরিজে নেওয়া হয় মহম্মদ সিরাজকে। চোটের পর থেকে তিনি বিসিসিআই-এর মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। এনসিএ-তে রিহ্ সেই সিরিজের পর আর ২২ গজে ফেরা হয়নি বুমরাহের। তবে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছিল জসপ্রীত বুমরাহকে। কিন্তু তিনি বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠতে পারেননি। তার জন্য তিনি বাদ পড়েন। পরিবর্তে বিসিসিআইকে মহম্মদ শামিকে দলে নেয়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫ সেপ্টেম্বর জসপ্রীত বুমরাহ শেষ বার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে ৪ ওভার বল করে ৫০ রান দিয়েছিলেন তিনি। যদিও কোনও উইকেট পাননি তিনি। এ বার চোট সারিয়ে মাঠে ফেরার লড়াই শুরু করে দিয়েছেন তিনি। তবে বুমরাহকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই। চোট সারিয়ে পুরো ফিট হলেই তাঁকে দলে ফেরানো হবে বলে বিসিসিআই সূত্রের খবর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।