পারথে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্টের তৃতীয় দিনে ধারাভাষ্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন রিকি পন্টিং। হৃদপিণ্ডজনীত সমস্যার আশঙ্কাতেই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শারীরিক পরীক্ষার পরে সমস্যা গুরুতর নয় বুঝেই পন্টিংকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তিনি চতুর্থ দিনে পুনরায় স্টেডিয়ামে হাজির হন বিশেষজ্ঞের ভূমিকায়।
শনিবার মাঠে ফেরার পরে নিজের অসুস্থতা নিয়ে আপডেট দেন পন্টিং। সেই সঙ্গে স্বীকার করে নেন যে, তিনি নিজেও ভয় পেয়েছিলেন সেই সময়। অজি তারকা বলেন, ‘সম্ভবত কাল বহু মানুষকে অহেতুক দুশ্চিন্তায় ফেলেছিলাম। আমি নিজেও ভয় পেয়েছিলাম যদিও। কমেন্ট্রি বক্সে বসেছিলাম এবং ধারাভাষ্য দেওয়ার মাঝপথেই বুকে অল্প সময়ের জন্য বারদুয়েক তীব্র ব্যথা অনুভব করি।'
পন্টিং আরও বলেন, ‘আমি শরীর টান করে ব্যথা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করি। আমার সঙ্গে বারদুয়েক এমনটা হয়েছিল। পরে উঠে হাঁটতে গিয়ে অস্বস্তি অনুভব করি। মাথা ঘোরায় বেঞ্চ ধরে বসে পড়ি। আমি জেলো (জাস্টিন ল্যাঙ্গার)-কে বুকে ব্যথার কথা বলি, ও আমার সঙ্গেই ধারাভাষ্য দিচ্ছিল। ক্রিস জোনস (সম্প্রচারকারী সংস্থার এক্সিকিউটিভ প্রডিউসার) সেটা শুনে ফেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় এবং আমাকে সেখান থেকে বার করে নিয়ে যাওয়া হয়। ১৫ মিনিটের মধ্যে আমি হাসপাতালে পৌঁছে যাই এবং সেরা পরিচর্যা পাই।’
আরও পড়ুন:- IND vs BAN: ফের বদল ভারতের ODI স্কোয়াডে, শামির পরিবর্তে বাংলাদেশ সফরে তরুণ পেসার
পন্টিং শেষে এও স্বীকার করে নেন যে, এই ঘটনা তাঁকে যথাযথ শিক্ষা দিয়েছে। বিশেষ করে গত এক-দেড় বছরে তাঁর কাছের মানুষদের সঙ্গে যেরকম সব ঘটনা ঘটেছে, এই শিক্ষাটা জরুরি ছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।