বাংলা নিউজ > ময়দান > ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে সিগারেট-বিয়ার, MCG-তে কিংবদন্তির নামে স্ট্যান্ডের নামকরণ

ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে সিগারেট-বিয়ার, MCG-তে কিংবদন্তির নামে স্ট্যান্ডের নামকরণ

ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে তাঁর মূর্তির সামনে সিগারেট-বিয়ার (ছবি এএফপি) (AFP)

ভিক্টোরিয়ার ক্রীড়া মন্ত্রী মার্টিন পাকুলা জানান, যত তাড়াতাড়ি সম্ভব মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের নাম এসকে ওয়ার্ন স্ট্যান্ড করা হবে।

শেন ওয়ার্নকে সম্মান জানাতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে থাকা তাঁর মূর্তির সামনে ভক্তরা রাখলেন সিগারেট, বিযার ও মিট পাই (মাংসের পাই)। এই জিনিসগুলো ওয়ার্নের খুব প্রিয় ছিল বলেই ভক্তরা এই জিনিসগুলো নিয়ে এসে রাখেন কিংবদন্তির মূর্তির সামনে।

এদিকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের নাম বদল করে কিংবদন্তি স্পিনারের নামে রাখা হবে। ভিক্টোরিয়ার ক্রীড়া মন্ত্রী মার্টিন পাকুলা জানান, যত তাড়াতাড়ি সম্ভব মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের নাম এসকে ওয়ার্ন স্ট্যান্ড করা হবে।

শেন ওয়ার্ন ফক্স ক্রিকেট থেকে ছুটি নিয়ে ছুটি কাটাতে থাইল্যান্ডে গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর বিকেল পাঁচটার দিকে তাঁর বাইরে বেরাতে যাওয়ার কথা ছিল। তবে তার আগেই তাঁর মৃত্যু হয়। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। শেন ওয়ার্ন অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি টেস্ট ম্যাচে রেকর্ড ৭০৮টি উইকেট নিয়েছেন। বিশ্বের সর্বোচ্চ টেস্ট উইকেট সহ বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার হয়ে ১৯৪টি ওয়ানডে খেলেছেন এবং তিনি ২৯৩টি উইকেট নিয়েছেন।

বন্ধ করুন