শুভব্রত মুখার্জি: রবিবার চলতি ডুরান্ড কাপের সম্ভবত সবথেকে উত্তেজনার ম্যাচের সাক্ষী থাকলেন সমর্থকেরা। মুম্বই সিটি এফসি বনাম চেন্নাইয়িন এফসির কোয়ার্টার ফাইনালে তুল্যমূল্য লড়াই করল দুই দল। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের গোলে ৫-৩ ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে চলে গেল মুম্বই। সৌজন্যে অবশ্যই তাদের বিদেশি ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট। তাঁর হ্যাটট্রিকে ভর করেই শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় নিশ্চিত করল মুম্বই সিটি এফসি।
গ্রেগ স্টুয়ার্টের হ্যাটট্রিকের পাশাপাশি লালিয়ানজুয়ালা ছাঙ্গটে এদিন জোড়া গোল করেন। ১৩১ তম ডুরান্ড কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে এ দিন হাড্ডাহাড্ডি লড়াই হল মুম্বই এবং চেন্নাইয়িনের। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়ান এফসির হয়ে ম্যাচে এদিন গোল করেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার পেটার স্লিসকোভিচ, জকসন ধাশ এবং রহিম আলি।
আরও পড়ুন… কর্ণাটকের এই ক্রিকেটারের সঙ্গে বাগদান সারলেন ঝুলনদের সতীর্থ বেদা কৃষ্ণমূর্তি
নির্ধারিত সময়ে এদিন খেলা শেষ হয়েছিল ২-২ ফলে। অতিরিক্ত সময়ের পরে ৫-৩ ফলে ম্যাচ জিতে নেয় মুম্বই সিটি এফসি। প্রথম সেমিফাইনালে মুম্বই সিটি এফসি খেলবে কলকাতা ময়দানের অপর প্রধান মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। ১৪ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেই খেলা হবে প্রথম সেমিফাইনাল ম্যাচ।
এ দিন চেন্নাইয়িনের ঘানাইয়ান স্ট্রাইকার চোট পাওয়ার কারণে ১৯ মিনিটে মাঠে নামেন রহিম আলি। ম্যাচে প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। পেনাল্টি থেকে গোল করে মুম্বইকে এগিয়ে দেন স্টুয়ার্ট। ৫৯ মিনিটে ১-১ করেন স্লিসকোভিচ। ৭৮ মিনিটে ছাঙ্গতে গোল করে ২-১ ফলে এগিয়ে দেন মুম্বইকে। খেলা শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে জকসনের গোলে নাটকীয়ভাবে সমতা ফেরে চেন্নাইয়ান।
আরও পড়ুন… অ্যারন ফিঞ্চের শেষ ওয়ানডেতে ‘গার্ড অফ অনার’ নিউজিল্যান্ড দলের, প্রশংসিত সব মহলে
খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে প্রথমার্ধের চার মিনিটে ছাঙ্গতে গোল করে মুম্বইয়ের হয়ে ৩-২ করেন। ১০০ তম মিনিটে স্টুয়ার্ট ফের গোল করে ৪-২ করেন। ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে গোল করেন রহিম আলি এবং ম্যাচের ফল ৪-৩ করেন। আলির গোলে ম্যাচ কার্যত জমে যায়। তবে স্টুয়ার্ট নিজের হ্যাটট্রিক সম্পন্ন করে ৫-৩ গোলে মুম্বইয়ের জয় নিশ্চিত করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।