বাংলা নিউজ > ময়দান > Guanyu Zhou Accident: রেসের শুরুতে পাল্টি গাড়ির, ঘষটে-ঘষটে ছিটকে পড়ল ট্র্যাকের বাইরে: ভিডিয়ো

Guanyu Zhou Accident: রেসের শুরুতে পাল্টি গাড়ির, ঘষটে-ঘষটে ছিটকে পড়ল ট্র্যাকের বাইরে: ভিডিয়ো

ব্রিটিশ গ্রাঁ পি'তে ভয়ঙ্কর ঘটনা। (ছবি সৌজন্যে রয়টার্স)

British Grand Prix 2022: রেসের শুরুতেই ভয়াবহ দুর্ঘটনা। চিনা চালকের গাড়ি উলটে যায়। সেই অবস্থায় গতির কারণে ঘষটে-ঘষটে ট্র্যাকের বাইরের অংশের দিকে যেতে থাকে গাড়ি। তারপর বিলবোর্ড টপকে ছিটকে পড়ে।

শুভব্রত মুখার্জি

ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল রেসিং ট্র্যাকে। রবিবার ফর্মুলা ওয়ানে ব্রিটিশ গ্রাঁ পি'তে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বরাতজোরে প্রাণে বাঁচলেন এই রেসে থাকা একমাত্র চিনা ড্রাইভার ঝাউ গুয়ানু।

রবিবার রেসের প্রথম ল্যাপেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ঝাউয়ের গাড়ি। সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় ব্রিটিশ গ্রাঁ পি। ট্র্যাকে ছুটে আসেন নিরাপত্তার দায়িত্বে থাকা ক্রুরা। ঝাউয়ের গাড়ি পালটি খেতে-খেতে ট্র্যাকের বাইরে চলে যায়। গাড়িতে আগুন ধরে যায়। ঝাউয়ের আলফা রোমিও আটকা পড়ে ফেন্সিং এবং টায়ারের ব্যারিয়ারের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে। অপর ড্রাইভার জর্জ রাসেল নিজের গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে ঝাউয়ের কাছে ছুটে যান।

ঝাউয়ের টিমমেট ভালতেরি বোত্তাসের কাছে দলের তরফে বার্তা যায়, ‘ঝাউয়ের এখনও জ্ঞান রয়েছে। ও কথা বলছে। ওর কোন ফ্র্যাকচার হয়নি।’ ঝাউকে দ্রুত কাছের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। উইলিয়ামসের অ্যালেক্স অ্যাবনকে নিয়ে যাওয়া হয় কভেন্ট্রি হাসপাতালে। রাসেলের গাড়িকে রেস শুরুর সময় পিছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। তাঁর গাড়িই গিয়ে ধাক্কা মারে ঝাউয়ের গাড়িকে। তারপরেই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন ঝাউ। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঝাউ জানিয়েছেন, তিনি এখন ভালো আছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন