মঙ্গলবার দ্বিতীয় গেমে ড্র করার পর বুধবার তৃতীয় গেম জিতে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে সমতায় ফিরলেন দাবাড়ু ডি গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে পরাজিত করলেন তিনি। ফলে, ১৪ ম্যাচের সিরিজে এখন স্কোর ১.৫-১.৫। সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সিরিজের প্রথম দু’টি গেমে দাগ কাটতে ব্যর্থ হয়েছিলেন গুকেশ।
তবে বুধবার তিনি শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন, দেখে মনে হচ্ছিল যেন কামব্যাক করার জন্য একেবারে প্রস্তুত এই ভারতীয় গ্র্যান্ড মাস্টার। অবশ্য সহজে হার স্বীকার করতে নারাজ ছিলেন তাঁর প্রতিপক্ষ লিরেন। দুই দাবাড়ুই একে অপরের উপর চাপ তৈরি করার পুরো চেষ্টা করেন। খেলার এক পর্যায়ে এসে সময়ের চাপে পড়ে যান লিরেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে সাদা ঘুঁটি নিয়ে খেলার সুবাদে ৩৭ চালে জয় ছিনিয়ে নেন গুকেশ।
চিনের বিশ্ব চ্যাম্পিয়নের কাছে শেষ ৯টি চাল দেওয়ার জন্য মাত্র ২ মিনিট সময় ছিল। আর সেখানেই ভুল করে বসেন তিনি। এর আগে মঙ্গলবার দিন ম্যাচে ড্র করেছিলেন গুকেশ। তার আগে সোমবার প্রথম গেমে পরাজিত হয়েছিলেন তিনি। মঙ্গলবার ম্যাচ ড্র করার পর মুকেশ বলেছিলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যাচে কালো ঘুঁটি নিয়ে ড্র করা সব সময়ই ভালো লাগে, তবে এখন সবে শুরু। এখনও অনেকগুলি ম্যাচ রয়েছে’।
আর এদিনের ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই জয়টা খুবই আনন্দের। গত দু’দিনের পারফরম্যান্স নিয়েও খুশি ছিলাম। তৃতীয় গেমে অনেক ভালো পারফরম্যান্স করতে পেরেছি। খেলা চলাকালীনই মনে হচ্ছিল ভালো কিছু হবে। প্রতিপক্ষের বিরুদ্ধে দাপটের সঙ্গে জয় পেয়েছি। সাদা ঘুঁটি নিয়ে খেলার বাড়তি সুবিধা থাকে, সেটাকেই এদিন কাজে লাগিয়েছি। প্রতিদ্বন্দ্বীর তুলনায় ভালো খেলায় জয় লাভ করেছি, এটাই ইতিবাচক দিক।’
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের কনিষ্ঠতম চ্যালেঞ্জার ডি গুকেশ। যদি চ্যাম্পিয়ন হতে পারেন তবে বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন তিনি। বিশ্বনাথন তাঁর কেরিয়ারে মোট ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। উল্লেখ্য, সদ্য দাবা অলিম্পিয়াডে ভারতীয় দল পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই স্বর্ণ পদক জয় করেছিল। পুরুষ দলের সদস্য ছিলেন গুকেশ। এবার সেই কারণে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের মঞ্চেও তাঁর থেকে ভালো কিছুই আশা করছে দেশবাসী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।