বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলন থেকে দশ নম্বর পদক জিতল ভারত। এবার ছেলেদের সুপার হেভিওয়েট (১০৯+ কেজি) বিভাগে ব্রোঞ্জ জিতলেন গুরদীপ সিং। উল্লেখযোগ্য বিষয় হল, এই ইভেন্টে সোনা জেতেন পাকিস্তানের ভারোত্তলক মহম্মদ দাস্তগীর বাট।
গুরদীপ স্ন্যাচে ১৬৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ২২৩ কেজি, সব মিলিয়ে ৩৯০ কেজি ভার তুলে ব্রোঞ্জ পদক গলায় ঝোলান। ক্লিন অ্যান্ড জার্কে গুরদীপের ২২৩ কেজি এপর্যন্ত তাঁর ব্যক্তিগত সেরা। এটি ভারতের নতুন জাতীয় রেকর্ডও বটে।
পাক ভারোত্তলক স্ন্যাচে ১৭৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ২৩২ কোজি, সব মিলিয়ে ৪০৫ কেজি ভার তুলে নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড গড়েন এবং সেই সঙ্গে গোল্ড মেডেলের দখল নেন। সুপার হেভিওয়েটে রুপো জেতেন নিউজিল্যান্ডের ডেভিড অ্যান্ড্রু লিটি। তিনি স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩৯৪ কেজি ভার তোলেন।
গুরদীপের পারফর্ম্যান্স:-
১. স্ন্যাচের প্রথম প্রচেষ্টা: ১৬৭ কেজি তুলতে ব্যর্থ।
২. স্ন্যাচের দ্বিতীয় প্রচেষ্টা: ১৬৭ কেজি তুলতে সফল।
৩. স্ন্যাচের তৃতীয় প্রচেষ্টা: ১৭৩ কেজি তুলতে ব্যর্থ।
৪. ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রচেষ্টা: ২০৭ কেজি তুলতে সফল।
৫. ক্লিন অ্যান্ড জার্কের দ্বিতীয় প্রচেষ্টা: ২১৫ কেজি তুললেও অবৈধ ঘোষণা।
৬. ক্লিন অ্যান্ড জার্কের তৃতীয় প্রচেষ্টা: ২২৩ কেজি তুলতে সফল।
উল্লেখ্য, বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলনে এই নিয়ে মোট ১০টি পদক জিতল ভারত। দেখে নেওয়া যাক তালিকা-
১. মেয়েদের ৪৯ কেজি বিভাগে সোনা জেতেন মীরাবাই চানু।
২. মেয়েদের ৫৫ কেজি বিভাগে বিন্দিয়ারানি দেবী রুপো জেতেন।
৩. ছেলেদের ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন সঙ্কেত সরগর।
৪. ছেলেদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন গুরুরাজা পূজারি।
৫. ছেলেদের ৬৭ কেজি বিভাগে সোনা জেতেন জেরেমি লালরিনুঙ্গা।
৬. ছেলেদের ৭৩ কেজি বিভাগে সোনা জেতেন অচিন্ত্য শিউলি।
৭. মেয়েদের ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন হরজিন্দর কউর।
৮. ছেলেদের ৯৬ কেজি বিভাগে রুপো জেতেন বিকাশ ঠাকুর।
৯. ছেলেদের ১০৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন লভপ্রীত সিং।
১০. ছেলেদের ১০৯+ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন গুরদীপ সিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।