শুভব্রত মুখার্জি: ভারতীয় সিনিয়র ফুটবল দল তথা বেঙ্গালুরু এফসির গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধু বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সম্প্রতি। তার দীর্ঘদিনের বান্ধবী দেবেনিশ সিংয়ের সঙ্গে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে। অস্ট্রেলিয়ার সিডনি শহরে এক ঘরোয়া অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন নয়া দম্পতি। খবরটি জানিয়েছেন স্বয়ং গুরপ্রীত। তিনি তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাদের বিয়ের আসরের একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইন্সটাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে নবদম্পতি নিয়ম মেনে বিয়ের একটি আচার পালন করছেন। ক্যাপশনে গুরপ্রীত লিখেছেন 'আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ চুক্তিতে আজ সই করলাম। এখন আমাদের জীবনের। জীবনের বাকি সবকটা দিন একসঙ্গে কাটাব এই ভাবনা থেকে আজ আমাদের জীবনের সুখের দিনের শুরু। এটা আমরা স্বপ্ন দেখতাম। এটা (বাস্তবে) ঘটেছে। এখন এই জীবনটাকে নিয়ে বাঁচব দেবেনিশ।'
গুরপ্রীতের জীবনের এই খুশির খবরটি শুনে তার বর্তমান এবং প্রাক্তন একাধিক সতীর্থ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তালিকায় রয়েছেন জেজে লালপেখলুয়া, ড্যারেন ক্যালডেইরার মতো ব্যক্তিত্বরা। ভারতীয় ফুটবলে সাম্প্রতিক কালে সবথেকে বড় যে ঘটনা ঘটেছে যা নাড়িয়ে দিয়ে গেছে সকলকে সেই অ্যালেক্স অ্যামব্রোস ইস্যুতেও সম্প্রতি মুখ খুলেছিলেন গুরপ্রীত। তিনি জানান যৌন হেনস্থার কোন জায়গা সমাজের কোথাও নেই। খেলার মাঠে তো একেবারেই নয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।