৩১ বছর বয়সেই জিমনাস্টিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ত্রিপুরার মেয়ে দীপা কর্মকার। ভারতীয় এই জিমনাস্ট সকলের নজর কেড়েছিল ২০১৬ রিও অলিম্পিক্সে। একটুর জন্য পদক হাতছাড়া হয়েছিল তাঁর। শেষ করেছিলেন চতুর্থ স্থানে। পোল ভল্টেও সেবার নজর কেড়েছিলেন দীপা। সিমোনে বাইলসদের প্রশংসাও কুড়িয়ে নিয়েছিলেন ভারতীয় জিমনাস্ট।
আরও পড়ুন-ইরানি কাপে জেনে বুঝে স্লো ওভার রেট! IPL-এ ধোনির দলের অধিনায়ককেই নিশানা রাহানের!
দেবীপক্ষে অবসর নিলেন দীপা কর্মকার
শেষ পর্যন্ত নিজের কেরিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিয়ে ফেললেন ৩১ বছর বয়সী এই ক্রীড়াবিদ। শেষ কয়েক বছর ধরেই দান পায়ের এসিএলে চোট ছিল তাঁর। একবার নয়, দুবার পায়ে অস্ত্রোপচারও হয়েছে তাঁর। তবুও মনের জোরকে সঙ্গী করেই চালিয়ে যাচ্ছিলেন খেলা। চলতি বছরেই গড়েছিলেন ইতিহাস। এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় জিমনাস্ট হিসেবে জিতেছিলেন সোনার পদক।
আরও পড়ুন-নভেম্বরে ৫ দেশের দল নিয়ে শুরু গ্লোবাল সুপার লিগ! ক্যারিবিয়ান ডেরায় খেলবে KKR-CSK?
চোটের জন্য খেলা চালিয়ে যেতে পারলেন না দীপা…
বুঝতে পারছিলেন মন চাইলেও শরীর ঠিক সাথ দিচ্ছে না। হাঁটুর ওপর অতিরিক্ত চাপ দিতে গেলেই ফের নতুন করে চোটের জায়গায় ব্যাথা শুরু হচ্ছিল। সামনে পুরো ভবিষ্যৎ পড়ে রয়েছে। তাই কোচ বিশ্বেশ্বর নন্দী এবং পরিবারের সঙ্গে কথা বলেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন জিমনাস্ট ম্যাট থেকে সরে দাঁড়ানোর। যদিও স্রেফ চোটাঘাতকে নয়, ছোটবেলার কোচ বিশ্বেশ্বর নন্দি আরও একটা কারণ জানালেন দীপার অবসরের।
আরও পড়ুন-ফ্রনফুটে এসে অজি তারকার মাথার ওপর ছয়! দঃ আফ্রিকার স্মৃতি মনে করালেন শ্রীসন্থ… Video
অবসরের নেপথ্যে রয়েছে অন্য এক কারণও…
HT বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিশ্বেশ্বর নন্দী জানান, ‘মূলত চোটের জন্যই দীপার এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। অনেকদিন ধরেই ভাবছিল। এশিয়ান গেমসে পদক পেয়েছে। কিন্তু হাঁটুর চোট ভোগাচ্ছিল। আর মেয়ে মানুষ তো, ৩১ বছর বয়স। তাই ওর পরিবারও ওর বিয়ের কথা ভাবছিল, তাই সব মিলিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হল। আমার সঙ্গেও আলোচনা করেছে অবসরের সিদ্ধান্ত নিয়ে ’।
আরও পড়ুন-বরুণের সঙ্গে দীর্ঘক্ষণ কথা গম্ভীরের! ৩ উইকেট নিয়ে KKR স্পিনার বললেন ‘পুনর্জন্ম হল’
HT বাংলার তরফে এরপর প্রশ্ন করা হয়, তাহলে কি দীপার জন্য পরিবার ছেলে দেখে ফেলেছে? কোচ বিশ্বেশ্বর নন্দী, যার তত্বাবোধানে রিও অলিম্পিক্সে নজর কেড়েছিলেন দীপা। তিনি জানালেন, ‘না…না। এখনও ছেলে দেখা হয়নি। কিন্তু ওর ভবিষ্যৎ পরে রয়েছে। তাই ওর পরিবার থেকে ওর বিয়ের কথা ভাবছে। সেই জন্য এখন ও সরে দাঁড়ালো। এবার দীপার জন্য ছেলে দেখা শুরু করব ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।