শুভব্রত মুখার্জি: শ্রীলঙ্কার ৩০ বছর বয়সি বাঁহাতি ব্যাটার ভানুকা রাজাপক্ষে বর্তমানে ভারতে রয়েছেন আইপিএলের ১৫ তম মরশুমে অংশ নেওয়ার কারণে। চলতি মরশুমে এই বাঁহাতি ব্যাটার খেলছেন পঞ্জাব কিংস দলের হয়ে। এই মরশুমে পঞ্জাবের শুরুটা খারাপ হয়নি। নিজেদের প্রথম ম্যাচে তারা আরসিবির বিরুদ্ধে বিরাট স্কোর তাড়া করে জিতেছে। এমন আবহে রাজাপক্ষেকে প্রশ্ন করা হয়েছিল তার অবসর গ্রহণ প্রসঙ্গে তার উত্তরে জানিয়েছেন দেশের বোর্ডের কথাতেই তিনি অবসর নেওয়ার পরেও ফিরে আসার সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত হঠাৎ করেই ক্রিকেটের সমস্ত ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন ভানুকা রাজাপক্ষে। অবসর ঘোষণার অবশ্য কয়েকদিন পরেই তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসেন। পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেই তিনি অবসর ঘোষণা করেছিলেন। এর কয়েকদিন পরেই তিনি জানিয়ে দেন তিনি ফের দেশের হয়ে খেলতে চান।
কলকাতা নাইট রাইডার্স দলের কাছে ম্যাচে হারের পরে এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভানুকা রাজাপক্ষে জানান 'আমার অবসরের চিঠি আমি প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলাম। কারণ আমাকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছিল এই অবসরের সিদ্ধান্ত তুলে নিতে। কারণ তাতে করে আমি আমার দেশের হয়ে সেবা করার সুযোগ পাব। আমার ত্বকের একটা সমস্যা হচ্ছিল। পারিবারিক সমস্যা ছিল সেই কারণে আমি আমার দেশের প্রতিনিধিত্ব করতে পারিনি। আমি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের মানেও সেই সময় পৌঁছতে পারিনি। পরবর্তীতে আমি আমার খেলা নিয়ে কাজ করেছি। আমি প্রায় চার মাস ক্রিকেট খেলিনি আইপিএলে আসার আগে। আমি অস্ট্রেলিয়া এবং ভারত সফরেও যেতে পারিনি। আমি এখানে এসে খেলতে চেয়েছিলাম। নিজেকে সন্তুষ্ট করতে চেয়েছিলাম।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।