বিশ্ব ব্লিৎজ চ্যাম্পিয়নশিপের ওপেন রাউন্ডে যুগ্ম বিজয়ী নির্ধারণ হয়েছিলেন বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেন এবং রাশিয়ার ইয়ান নেপোমনিয়াচ্চি। যা এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার। এর আগে কোনও বার ব্লিৎজের মঞ্চে এই ঘটনা ঘটেনি। ফলে বিষয়টি নিয়ে বিতর্ক বেঁধেছে ইতিমধ্যেই। ঘটনাটিকে ভালোভাবে নিচ্ছে না দাবার দুনিয়া। সমালোচনা শুরু হয়েছে কার্লসেন এবং ইয়ানকে নিয়ে।
ঘটনাটি কী ঘটেছিল?
'ওপেন' বিভাগে, বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেন এবং রাশিয়ার ইয়ান নেপোমনিয়াচ্চির মুখোমুখি হয়েছিলেন, গেমটি ছিল একেবারে হাড্ডাহাড্ডি। তিনটি সাডেন ডেথ গেমের পরেও বিজয়ী নির্ধারণ করা সম্ভব হয়নি, ফলে ব্লিৎজ খেতাব ভাগ করে নেন দুই দাবাড়ু। কার্লসেন যখন দেখেন কিছুতেই জয়ী নির্ধারণ করা সম্ভব হচ্ছে না তখন তিনি এটি ভাগ করা যেতে পারে কিনা জিজ্ঞাসা করার পরে এই সিদ্ধান্ত নেয় আয়োজকরা। এবারই প্রথমবারের মতো খেতাব দুই দাবাড়ুর মধ্যে ভাগ হল।
সমালোচনার মুখে এই সিদ্ধান্ত:
বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন প্রাক্তন দাবাড়ুরা। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ভ্লাদিমির ক্রামনিক এক্স হ্যান্ডেলে কটাক্ষ করে লিখেছেন, ‘অবশ্যই, কেউ কেউ ভাবতে পারে যে FIDE-র এরকম চূড়ান্ত WC ম্যাচের পরিস্থিতি সম্পর্কে একটা নিয়ম তৈরি করার কথা চিন্তা করা উচিত ছিল, কিন্তু বোঝা যাচ্ছে যে জিন্স ক্লজের জন্য অনেক সময় এবং শক্তি ব্যয় করা হয়েছিল, সেই কারণে যার নিয়ম তৈরির করার কথা সেই ব্যক্তি ততক্ষণে ক্লান্ত হয়ে পড়েছিল।’
অন্যদিকে আমেরিকান গ্র্যান্ড মাস্টার হান্স নিম্যান, যিনি এই প্রতিযোগিতায় কার্লসেনের কাছে পরাজিত হয়েছিলেন, তিনিও একাধিক পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘দাবা জগত আসলে একটি রঙ্গ মঞ্চ। এটি ইতিহাসে কখনও করা হয়নি। আমি বিশ্বাস করতে পারছি না যে দাবার অফিসিয়াল বডি এই সপ্তাহে দ্বিতীয় বার একজন খেলোয়াড় দ্বারা নিয়ন্ত্রিত হল। বিশ্বচ্যাম্পিয়ন শুধুমাত্র একজনই হতে পারে!’
তিনি আরও লিখেছেন, ‘এটি FIDE এথিক্স কমিটির দ্বারা তদন্তের প্রয়োজন। আমি বিশ্বাস করতে পারছি না যে ২ জন খেলোয়াড় যারা ইচ্ছাকৃতভাবে আমাকে অভিযুক্ত করেছে এবং আমার ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করেছে তারা প্রকাশ্যে নিয়ম ভঙ্গ করছে। এর থেকে আর খারাপ কিছু হতে পারে না।’
উল্লেখ্য, পুরো বিতর্কটি শুরু হয় একই ভিডিয়ো ক্লিপ থেকে। যেখানে দেখা যাচ্ছে ম্যাগন্যাস, ইয়ানকে বলছেন, ‘যদি তারা (FIDE) প্রত্যাখ্যান করে (আমাদের যুগ্ম বিজয়ী ঘোষণা করতে) তাহলে তারা না মান্যতা দেওয়া পর্যন্ত আমরা নিজেদের মধ্যে ড্র খেলব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।