বাংলা নিউজ > ময়দান > ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারাকে জন্মদিনের শুভেচ্ছা সচিনের

ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারাকে জন্মদিনের শুভেচ্ছা সচিনের

লারা ও সচিন। ছবি- টুইটার।

সম্প্রতি মুম্বইয়ে রোড সেফটি ক্রিকেট সিরিজে একে অপরের বিরুদ্ধে মাঠে নামেন লারা ও সচিন।

শনিবার ৫১ বছরে পা দিলেন ব্রায়ান লারা। স্বাভাবিকভাবেই জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসছেন ক্রিকেটের রাজপুত্র। প্রিয় প্রিন্সকে শুভেচ্ছা জানাতে ভোলেননি সচিন তেন্ডুলকর। 

ক্রিকেটের সর্বকালের সেরা দুই ব্যাটসম্যানের নাম জানতে চাইলে ক্রিকেটবিশ্বের প্রায় প্রত্যেকেই একযোগে সচিন ও লারান নাম নেবেন। এহেন দুই কিংবদন্তির পারস্পরিক বন্ধুত্ব অত্যন্ত গাঢ়। লারার জন্মদিনে সচিন সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা পোস্ট করেন। 

টুইটারে মাস্টার ব্লাস্টার লেখেন, ‘আমার বৃষ রাশির বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার সঙ্গে সাম্প্রতিক কাটানো সময়টা দারুণ ছিল প্রিন্স। দারুণ কাটুক জন্মদিন। শীঘ্রই তোমাকে দেখার অপেক্ষায় রয়েছি। ভালো থেকো।’

করোনা মহামারির প্রকোপে খেলাধুলোর আসর বন্ধ হওয়ার সময় সচিন ও লারা একে অপরের বিরুদ্ধে রোড সেফটি ক্রিকেট সিরিজে মুখোমুখি হয়েছিলেন।

সচিন ছাড়াও লারাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজ সিং, হরভজন সিং, শিখর ধাওয়ানরা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছে আইসিসিও। এছাড়া লারাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা।

যুবরাজ টুইট করেন, ‘যে মানুষটা মাঠে অবিশ্বাস্য সব রেকর্ড গড়ার জন্য ও মানবিক দৃষ্টান্ত স্থাপনের জন্য পরিচিত, তাঁকে বিশেষ দিনের অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে স্যার ব্রায়ান লারা।’

শিখর ধাওয়ান শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘ত্রিনিদাদ ও টোবাগোর রাজপুত্র এবং একজন দারুণ ব্যক্তিত্ব কিংবদন্তি ব্রায়ান লারাকে জন্মদিনের শুভেচ্ছা। আশা করি সামনে একটা দারুণ বছর অপেক্ষা করে রয়েছে আপনার জন্য। তাড়াতাড়িই আমরা আমাদের নাচের পাঠ শুরু করব।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.