জিম্বাবোয়ে বনাম বাংলাদেশ সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচ আয়োজন করা মাত্রই দুর্দান্ত এক নজির গড়ে হারারে স্পোর্ট ক্লাব। সব থেকে বেশি ছেলেদের একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে আসে জিম্বাবোয়ের এই স্টেডিয়াম।
এই নিরিখে হারারে টপকে যায় ঐতিহ্যশালী সিডনি ক্রিকেট গ্রাউন্ডকে। জিম্বাবোয়ে-বাংলাদেশ তৃতীয় ওয়ান ডে ম্যাচটি ছিল হারারেতে অনুষ্ঠিত হওয়া ১৬০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। এখনও পর্যন্ত ১৫৯টি ওয়ান ডে ম্যাচ আয়োজিত হয়েছে সিডনিতে।
উল্লেখযোগ্য বিষয় হল, অনেক কম সময়েই সিডনিকে ছাপিয়ে যায় হারারে। সেখানে প্রথম ওয়ান ডে ইন্টারন্যাশনাল আয়োজিত হয় ১৯৯২ সালে। সিডনিতে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে ১৯৭৯ সাল থেকে।
সব থেকে বেশি ওয়ান ডে আয়োজনের রেকর্ড রয়েছে শারজা ক্রিকেট স্টেডিয়ামের নামে। আমিরশাহির এই স্টেডিয়ামে ১৯৮৪ সাল থেকে এখনও পর্যন্ত মোট ২৪৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছে।
এই তালিকায় অনেক পিছনে রয়েছে লর্ডস। ক্রিকেটের মক্কায় ১৯৭২ সাল থেকে এখনও পর্যন্ত মোট ৬৮টি ওয়ান ডে খেলা হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্স তো এই তালিকায় শারজা বা হারারের ধারে কাছেও আসে না। কেননা ক্রিকেটের নন্দন কাননে ১৯৮৭ সাল থেকে এখনও পর্যন্ত মোট ৩০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে।
সব থেকে বেশি ছেলেদের ওয়ান ডে আয়োজন করা ৫টি স্টেডিয়াম:-
১. শারজা ক্রিকেট স্টেডিয়াম: ২৪৪টি।
২. হারারে স্পোর্টস ক্লাব: ১৬০টি।
৩. সিডনি ক্রিকেট গ্রাউন্ড: ১৫৯টি।
৪. মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড: ১৪৯টি।
৫. আর প্রেমদাসা স্টেডিয়াম (কলম্বো): ১৩৮টি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।