বাংলা নিউজ > ময়দান > ‘কত গল্প শেয়ার করেছি’, মাঙ্কিগেট কাণ্ড ভুলে সাইমন্ডসের প্রয়াণে শোকস্তব্ধ ভাজ্জি

‘কত গল্প শেয়ার করেছি’, মাঙ্কিগেট কাণ্ড ভুলে সাইমন্ডসের প্রয়াণে শোকস্তব্ধ ভাজ্জি

সাইমন্ডসের মৃত্যুতে শোকবিহ্বল হরভজন।

মাঙ্কিগেট কাণ্ডের পর যাঁরা একে অপরের চরম শত্রু ছিলেন, তারাই আইপিএলের সৌজন্যে হয়ে ওঠেন পরম মিত্র। আইপিএলে সাইমন্ডসের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সে খেলতেন হরভজন। সেই সময়ে দু'জনে একে অপরের কাছে আসেন। একসঙ্গে খানাপিনা, আড্ডা সবই হত।

অ্যান্ড্রু সাইমন্ডসের নাম উঠলেই চলে আসে হরভজন সিং-এর প্রসঙ্গে। এবং বিতর্কিত ‘মাঙ্কিগেট’ কাণ্ডের কথা। কুখ্যাত 'মাঙ্কি গেট' কেলেঙ্কারি নিয়ে একটা সময়ে মুখ দেখাদেখি বন্ধ ছিল সাইমন্ডস আর ভাজ্জির। সেই চরম 'শত্রুর' আকস্মিক মৃত্যুতে ধুয়েমুছে গেল যাবতীয় দ্বন্দ্ব। শোকবিহ্বল হয়ে পড়লেন ভাজ্জি।

প্রথমে টুইট করে ভারতের প্রাক্তন স্পিনার লেখেন, ‘অ্যান্ড্রু সাইমন্ডসের আকস্মিক মৃত্যুতে শোকাহত। খুব তাড়াতাড়ি চলে গেলে। পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা জানাই। আত্মার শান্তি কামনা করি।’

মাঙ্কিগেট কাণ্ডের পর যাঁরা একে অপরের চরম শত্রু ছিলেন, তারাই আইপিএলের সৌজন্যে হয়ে ওঠেন পরম মিত্র। আইপিএলে সাইমন্ডসের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সে খেলতেন হরভজন। সেই সময়ে দু'জনে একে অপরের কাছে আসেন। একসঙ্গে খানাপিনা, আড্ডা সবই হত।

হরভজন, যিনি আইপিএল বিশেষজ্ঞ প্যানেলে রয়েছেন, রবিবার বিকেলে আইপিএল-এর অফিসিয়াল ব্রডকাস্টিং পার্টনার স্টার স্পোর্টসে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানসের মধ্যে ম্যাচের আগে আলোচনার সময়ে সাইমন্ডসের সঙ্গে তাঁর গভীর বন্ধুত্বের কথা বলেন ভাজ্জি।

তিনি বলছিলেন, ‘অবশ্যই আমাদের অনেক ইতিহাস আছে। আমাদের দু’জনকে এক ড্রেসিংরুমে রাখার জন্য আইপিএল এবং মুম্বই ইন্ডিয়ান্সকে ধন্যবাদ। এবং এর জন্য আমি এমন একজন সুন্দর মানুষের সাথে পরিচিত হয়েছিলাম এবং আমরা খুব ভালো বন্ধু হয়েছিলাম।’

আরও পড়ুন: ‘সবচেয়ে কাছে মানুষকে হারালাম’, সাইমন্ডস আঙ্কেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন যুজি

এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘আমরা একসাথে বসতাম, ড্রিংক করতাম, হাসি-মজা করতাম, অনেক গল্প শেয়ার করতাম। ও এমন একজন ছিল, যাকে আমি আড়াইটের সময়ে ফোন করে বলতে পারতাম, আরে বন্ধু তুমি কি করছ, চলো দেখা করি' এবং ও দেখা করতে রাজিও হত।’

তিনি আরও বলছিলেন, ‘আমি আজ সকালে ঘুম থেকে উঠে আমার ফোনে খবরটা দেখি। এবং আমি এই খবর পেয়ে ভেঙে পড়েছিলাম। অ্যান্ড্রু আর নেই, ভাবতে পারছিলাম না। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে, অ্যান্ড্রু আর নেই কারণ ও এমন একজন দৃঢ়চেতা মানুষ। যা কিছু ঘটেছে তা খুবই দুঃখজনক বিষয়। ওর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা এবং ওর চলে যাওয়াটা আমাদের সকলের জন্য ক্ষতি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.