শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটের অবসরপ্রাপ্ত কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে লেজেন্ডস লিগ ক্রিকেটের আসর। কাতারে ২২ গজ মাতাচ্ছেন কিংবদন্তিরা। অনেকেই অবসর নিয়েছেন বেশ কিছুদিন হয়ে গেল। তবে ক্রিকেটের প্রতি তাঁদের ভালোবাসা বা স্কিল কোনটাই যেন একটুও কমেনি। তার প্রমাণ পাওয়া গেল হরভজন সিংয়ের বোলিংয়ে। ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকে পায়ের পিছন দিক থেকে বোল্ড করে তাক লাগিয়ে দিলেন সকলকে। মনে করিয়ে দিলেন স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নকে।
আরও পড়ুন… Legends League Cricket 2023: রুদ্ধশ্বাস ম্যাচে ২ রানে হারল ইন্ডিয়া মহারাজাস
শনিবার কাতারে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া মহারাজাস এবং ওয়ার্ল্ড জায়ান্টস দল। সেখানেই ক্রিস গেইলকে বোল্ড করে সকলকে চমকে দেন হরভজন সিং। জায়ান্টসদের ইনিংসের তৃতীয় ওভারে বল করতে আসেন ভাজ্জি। প্রথম দুটি বল ওয়াইড করেন। এরপর দিক পরিবর্তন করে রাউন্ড দ্য উইকেট বল করতে আসেন তিনি। বল লেগ স্ট্যাম্পের বাইরে পড়ে প্রায় একহাত স্পিন করে এসে গেইলের পায়ের পিছন দিক থেকে ঢুকে তাঁর লেগ স্ট্যাম্প নড়িয়ে দেয়। প্রথমে হরভজন বুঝতেই পারেননি যে তিনি গেইলের উইকেটটা পেয়েছেন। গেইলেরও বুঝতে বেশ কয়েক সেকেন্ড সময় লাগে। ভাজিজ তখন দলের উইকেটরক্ষক রবীন উথাপ্পাকে প্রশ্ন করেন যে এটি কি সত্যি আউট? উত্তরে উথাপ্পা হ্যা বলতেই সেলিব্রেশন করতে থাকেন ভাজ্জি।
আরও পড়ুন… IND vs AUS: অবশেষে শাপমুক্তি, ৩ বছর পরে টেস্ট সেঞ্চুরি কোহলির, টপকালেন বর্ডারদের
হরভজনের বলের স্পিন মনে করিয়ে দেয় শেন ওয়ার্নকে। তাঁর ‘বল অফ দ্য সেঞ্চুরিকে’ মনে করিয়ে দেন ভাজ্জি। ওয়ার্নের সেই বল লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করে অফ স্ট্যাম্পকে নড়িয়ে দিয়েছিল। প্রায় একরকমভাবে বেশ কয়েক বছর পর ওয়ার্ন ২০০৫ সালে এজবাস্টন টেস্টে আউট করেছিলেন অ্যান্ড্রু স্ট্রসকেও। বল অফের বাইরে পরে লেগ স্ট্যাম্পকে নড়িয়ে দিয়েছিল। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬৬ রান করেছিল জায়ান্টস দল। জবাবে ১৬৪ রানেই আটকে যায় ইন্ডিয়ান মহারাজারা। ফলে ২ রানের ব্যবধানে রুদ্ধশ্বাস ম্যাচ জেতে জায়ান্টসরা। চলতি টুর্নামেন্টে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন মহারাজারাদের এটি দ্বিতীয় হার।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।