জল্পনা বেশ কিছুদিন ধরেই ছিল। সেই জল্পনাকেই সত্যি করে শুক্রবার (২৪ ডিসেম্বর) খেলোয়াড় হিসেবে ক্রিকেটকে চিরতরে বিদায় জানানোর সিদ্ধান্ত ঘোষণা করেন হরভজন সিং। ভারতীয় দলের কিংবদন্তি স্পিনারের বিদায় ঘোষণা করার পরই তাঁকে শুভেচ্ছা জানানোর ঢল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেই তালিকায় সামিল শ্রীসন্তও।
ভারতীয় দলের সতীর্থ হরভজন সিংয়ের শ্রীসন্তকে কুখ্যাত চড় মারার কান্ড কারুরই অজানা নয়। আইপিএলের প্রথম মরশুমেই মুম্বই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পঞ্জাব (বর্তমানে পঞ্জাব কিংস) ম্যাচের পর বিতর্কিত ঘটনাটি ঘটে। যার জেরে হরভজনকে ১১ ম্যাচের জন্য নির্বাসিতও করা হয়। তারপরে বহু সময় অতিক্রান্ত হয়েছে। দুই ক্রিকেটারই নিজেদের সেই অধ্যায় পিছনে ফেলে এসেছেন এবং পুনরায় দুইজনের মধ্যে সখ্যতাও গড়ে উঠেছে। হরভজনের বিদায়বেলাতেও সেই বন্ধুত্বের ছবিই ধরা পড়ল।
শ্রীসন্ত তাঁর প্রিয় ভাজ্জিপাকেই সেরা বলে দাবি করে এক আবেগঘন টুইটে লেখেন, ‘তুমি শুধু ভারত নয়, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। তোমাকে জানতে পারা এং তোমার সঙ্গে ক্রিকেট খেলা আমার কাছে খুবই সৌভাগ্যের বিষয়। তোমার সঙ্গে কোলাকুলিগুলো (আমার স্পেলগুলির আগে) আমার চিরজীবন মনে থাকবে। তোমার জন্য অনেক ভালবাসা এবং তোমার প্রতি অনেকটা সম্মান।’