বাংলা নিউজ > ময়দান > ৯০-এর দশকে টেস্ট খেলতে শুরু করা শেষ পুরুষ প্লেয়ার হিসেবে অবসর নিলেন ভাজ্জি

৯০-এর দশকে টেস্ট খেলতে শুরু করা শেষ পুরুষ প্লেয়ার হিসেবে অবসর নিলেন ভাজ্জি

হরভজন সিং।

১৯৯৮ সালে বাঙ্গালোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় তাঁর। প্রথম ম্যাচে দু’টি উইকেট নিয়েছিলেন তিনি। পরের মাসেই শারজায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে অভিষেক হয়। এরপর দু’ধরনের ফরম্যাটেই ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন তিনি।

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ২০০০ সালের আগে যে সমস্ত ক্রিকেটারদের টেস্টে অভিষেক হয়েছে, তাঁদের মধ্যে শেষ ক্রিকেটার হিসেবে শুক্রবার অবসর নিলেন হরভজন সিং। ২০০০ সালের আগে যাঁরা টেস্ট ক্রিকেট খেলেছেন, তাঁরা আগেই অবসর নিয়ে ফেলেছেন।

২০২১ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে থাকলেও মাত্র তিনটি ম্যাচ খেলেছিলেন হরভজন সিং। কিন্তু তিনি সে ভাবে সাফল্য পাননি। তবে ২০২২ আইপিএলে তিনি আর খেলবেন না, মনস্থির করে ফেলেছেন। খেললেও হয়তো টিম পেতেন না। কারণ তাঁর পারফরম্যান্স এখন তলানিতে। জাতীয় দল থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন। শুক্রবার প্লেয়ার হিসেবে হরভজন সব ধরনের ক্রিকেট থেকেই অবসরের কথা ঘোষণা করেন।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই কথা ঘোষণা করেন ভাজ্জি। টুইটারে হরভজন লেখেন, ‘সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে। আজ আমি সেই খেলাকে বিদায় জানাচ্ছি, যেটা আমাকে জীবনে সবকিছু দিয়েছে। ২৩ বছরের দীর্ঘ এই যাত্রাকে যাঁরা মনোরম ও স্মরণীয় করে রাখতে সাহায্য করেছেন, তাঁদের সকলকে কৃতজ্ঞ জানাই। আন্তরিক ধন্যবাদ আপনাদের।’

উল্লেখ্য, হরভজন ভারতের হয়ে ১০৩টি টেস্ট, ২৩৬টি ওয়ান ডে ও ২৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ৪১৭টি, ওয়ান ডে ক্রিকেটে ২৬৯টি এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৫টি উইকেট নিয়েছেন টার্বুনেটর। টেস্টে ২টি সেঞ্চুরি ও ৯টি হাফসেঞ্চুরি-সহ ২২২৪ রানও সংগ্রহ করেছেন হরভজন। ১২৩৭ রান করেছেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.