বাংলা নিউজ > ময়দান > ‘রান কর নইলে পিছনে লম্বা লাইন অপেক্ষা করছে!’ ভারতের অভিজ্ঞ ব্যাটারকে হরভজনের হুঁশিয়ারি

‘রান কর নইলে পিছনে লম্বা লাইন অপেক্ষা করছে!’ ভারতের অভিজ্ঞ ব্যাটারকে হরভজনের হুঁশিয়ারি

অভিজ্ঞ ব্যাটারকে হুঁশিয়ারি দিলেন হরভজন সিং

কানপুর টেস্টের আগে ভারতের অভিজ্ঞ ব্যাটারকে সাবধান করলেন হরভজন সিং।

ভারতীয় টেস্ট দলের অভিজ্ঞ ব্যাটারকে হুঁশিয়ারি দিলেন হরভজন সিং। ভাজ্জি বললেন, রান কর নইলে জায়গা দলে তোমার জায়গা নেওয়ার জন্য লম্বা লাইন রয়েছে। বৃহস্পতিবার থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচটি হবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার নেতৃত্ব থাকবে অজিঙ্কা রাহানের হাতে। কারণ এই ম্যাচে খেলবেন নেবেন না বিরাট কোহলি। রাহানের অধিনায়কত্বেই অস্ট্রেলিয়া সফরে ভারত আশ্চর্যজনক পারফর্ম করেছিল। প্রথম ম্যাচ খেলে ভারতে ফিরেছিলেন কোহলি। এরপর বাকি টেস্ট ম্যাচগুলোতে রাহানে দলের দায়িত্ব নেন এবং জয়ী হয় ভারত। তার নেতৃত্বে দলের শক্তিশালী পারফরম্যান্স ছিল কিন্তু এই সময়ে রাহানে নিজেই খারাপ পারফরম্যান্সের মধ্য দিয়ে যাচ্ছেন। এমনকি টেস্ট দলে তার জায়গা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক বিশেষজ্ঞ। ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিং বলেছেন যে রাহানেকে রান করতে হবে না হলে তার জায়গায় খেলার জন্য ছেলেদের দীর্ঘ লাইন রয়েছে।

একটি ভিডিয়োতে হরভজন সিং বলেছেন, ‘বিরাট কোহলি এবং রোহিত শর্মা বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর ছিলেন রাহানে। তিনি দলে নিজের জায়গা বাঁচাতে পারবেন কি না তা নিয়ে আমাদের সন্দেহ ছিল কিন্তু তাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল (প্রথম টেস্ট ম্যাচের জন্য)। আমরা যদি তার শেষ ১১ টা ম্যাচ দেখি, তাহলে তার গড় মাত্র ১৯। তিনি একজন উজ্জ্বল ক্রিকেটার কিন্তু তার সাম্প্রতিক পারফরম্যান্স তা নিশ্চিত করে না। এটা রোহিত, বিরাট এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের চিন্তাভাবনাকে বোঝায় যে তারাও বিশ্বাস করে যে রাহানের দলে থাকা উচিত।’

হরভজন বলেছেন যে তিনি আশা করেন রাহানে রানের পাশাপাশি দলকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি বলেন, ‘ওকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। আমি আশা করি সে দলকে এগিয়ে নিয়ে যাবে এবং ব্যাট হাতে রানও করবে। সে গোল না করলে অনেক খেলোয়াড় তার পিছনে কাতারে দাঁড়িয়ে থাকে। লাইনটা বেশ লম্বা। সূর্যকুমার যাদব লাইনে অপেক্ষা করছেন।’ হরভজন মনে করেন ভারতীয় দল টানা টি-টোয়েন্টির পর এখন টেস্ট ম্যাচ খেলছে এবং এমন পরিস্থিতিতে সিরিজটি কীভাবে শুরু হবে তা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘ভারতীয় দলের ইংল্যান্ড সফর ভালো ছিল। ওই সফরে শেষ টেস্ট ম্যাচটি হয়নি। এর পর অনেক টি-টোয়েন্টি ক্রিকেট হয়েছে। আইপিএল হোক বা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এটা ভারতের জন্য এক ধরনের নতুন মরশুম কারণ আমরা দীর্ঘদিন পর ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলছি। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত কীভাবে শুরু করবে সেটাই গুরুত্বপূর্ণ। তারাও খুব শক্তিশালী দল। আমি ভারতে একটি ভালো ক্রিকেট পিচ দেখতে চাই।’

বন্ধ করুন