বাংলা নিউজ > ময়দান > বিমানবন্দরে হার্দিক পান্ডিয়ার ৫ কোটি টাকার ২টি ঘড়ি আটকাল কাস্টমস

বিমানবন্দরে হার্দিক পান্ডিয়ার ৫ কোটি টাকার ২টি ঘড়ি আটকাল কাস্টমস

হার্দিকের ঘড়ি আটক করেছে কাস্টমস বিভাগ। ছবি- টুইটার।

বিশ্বকাপ খেলে দেশে ফেরার পথে বিমানবন্দরে আটকানো হয় টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডারকে।

এমনিতেই নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের টি-২০ দলে জাগয়া না পাওয়ায় চাপে রয়েছেন হার্দিক পান্ডিয়া। তার উপর মাঠের বাইরে নতুন করে সমস্যায় জড়িয়ে পড়লেন টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডার।

শোনা যাচ্ছে যে, বিশ্বকাপ খেলে আমিরশাহি থেকে দেশে ফেরার পথে বিমানবন্দরে পান্ডিয়ার দু'টি ঘড়ি আটক করেছে কাস্টমস বিভাগ। ঘড়ি দু'টির মূল্য ভারতীয় মূদ্রায় ৫ কোটি টাকা বলে জানা যাচ্ছে। এমন বহুমূল্য ঘড়ি দু'টির কোনও রশিদ পান্ডিয়ার কাছে ছিল না এবং তিনি আগে থেকে ঘড়ি দু'টির কথা উল্লেও করেননি বলে খবর ABP News-এর।

দামি ঘড়ির প্রতি হার্দিকের আগ্রহের কথা এতদিনে সকলের জানা। সময়ে সময়ে সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের ঘড়ি সংগ্রহের নমুনা পেশ করেছেন। এমনকি অতীতে অস্ত্রোপচারের পর বেডে শুয়েও হার্দিককে হাতে বহুমূল্য ঘড়ি পরে থাকতে দেখা গিয়েছে।

যদিও এমন দামি সব ঘড়ি পরেও হার্দিককে খারাপ সময় দেখতে হচ্ছে। ফিটনেস নিয়ে সমস্যা প্রভাব ফেলেছে মাঠের পারফর্ম্যান্সে। বিশ্বকাপেও হার্দিক পরিচিত ছন্দে ধরা দিতে পারেননি। ফলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলে তাঁর জায়গা হয়নি।

বন্ধ করুন