বাংলা নিউজ > ময়দান > শুধু বিরাট আর তুমিই বাকি আছো- রউফের আউট করার বাসনার কথা শুনে হেসে গড়ালেন বাবর

শুধু বিরাট আর তুমিই বাকি আছো- রউফের আউট করার বাসনার কথা শুনে হেসে গড়ালেন বাবর

হরিস রউফ, বাবর আজম এবং বিরাট কোহলি।

এখন শুধু কোহলি এবং বাবার আজমকে আউট করতে না পারার আক্ষেপ রয়েছে হরিসের। আর দু'জনের উইকেট নিতেও যে তিনি কতটা মরিয়া, তা বুঝিয়ে ভালো ভাবে দিয়েছেন বাবরকে।

শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দুই ব্যাটার বিরাট কোহলি এবং বাবর আজম। ভারত এবং পাকিস্তানের এই দুই তারকার ব্যাটিংয়ের তুলনা চলে অবিরত। কে বড় ব্যাটার, সেই নিয়ে সোশ্যাল মিডিয়া অনবরত গরম করেন দুই তারকার ভক্তরা। এই তারকা ব্যাটারদের উইকেট পাওয়া যে কোন বোলারের কাছে স্বপ্নের মতোন। পাকিস্তানের সিনিয়র দলের পেসার হরিস রউফ ও তাঁর ব্যতিক্রম নন। চলতি পিএসএলে নিজের মনের কথাটা জনসমক্ষে বলেও ফেলেছেন হরিস। বাবরের সঙ্গে আলোচনায় সময়ে রউফ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, বাবর আর বিরাটের উইকেট নেওয়াটাই এখন শুধু বাকি আছে।

আরও পড়ুন: নেটে পাশাপাশি জোরদার প্র্যাক্টিস রাহুল, শুভমনের- ইন্দোরে একাদশে সুযোগ পাবেন কে?

অর্থাৎ এখনও এই দুই তারকা ব্যাটারকে আউট করতে না পারার আক্ষেপ রয়েছে হরিসের। আর দু'জনের উইকেট নিতেও যে তিনি কতটা মরিয়া, তা বুঝিয়ে দিয়েছেন বাবরকে। যা শুনে রীতিমতো হেসে গড়িয়েছেন পাক অধিনায়ক। পিএসএলের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে বিষয়টি নিয়ে মজার ছলে আলোচনা করতে দেখা গিয়েছে হরিস রউফ এবং বাবর আজমকে।

বাবরকে বলেন হরিস, ‘যাই হয়ে যাক না কেন, আমি তোমার (বাবরের) উইকেটটা নিতে চাই। এই মুহূর্তে তুমি আর কোহলি হলে একমাত্র ব্যতিক্রম। (কেন) উইলিয়ামসন তো দু'- দু'বার বেঁচে গিয়েছে। স্লিপে দু'বার ওর ক্যাচ পড়েছে। তবে আমার মাথায় এই ৩-৪ জন ক্রিকেটারের নাম রয়েছে। যাদের উইকেট আমি নিতে চাই।’

আরও পড়ুন: ভুলভাল বকছে হরমন- ভারতীয় ক্যাপ্টেনকে আক্রমণ আর এক অজি তারকার

হরিসের এই কথাতে হাসিতে ফেটে পড়েন বাবর। পাশাপাশি বেশ মজার উত্তর দিয়ে বলেন, ‘কিন্তু তুমি তো আমার উইকেট নিয়েছো প্রস্তুতির সময়ে। তুমি ওটাকে ধরছ না কেন?’ এই কথা শুনে হেসে ফেলেন হরিস রউফ। তিনি উত্তরে বলেন, ‘না, না আমি তোমার উইকেট ম্যাচে নিতে চাই।’ বাবর এর পর বলেন, ‘ভগবান সবার ভালো করুন।’ এই কথা বলে প্যাভিলিয়নে চলে যান তিনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘অভিনয় করি চাননি, ১৮তেই বিয়ে দিতে চেয়েছিলেন বাবা’, ধর্মেন্দ্রকে নিয়ে বলছেন এষা বোটানিক্যাল গার্ডেনের বটগাছ হারালো ‘সম্মান’? মানতে নারাজ কর্তৃপক্ষ ISL অভিযানের আগেই ‘ফেভারিট’ খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন ইস্টবেঙ্গলের হাসপাতালের নিরাপত্তায় নজর নবান্নের, নজরে আন্দোলনে অনড়রাও অন্য ডিগ্রি দেওয়া থাকলেও হবে! ২০২২-র প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ দিল হাইকোর্ট 'তাদের শিবির থেকেই অডিয়ো লিক...', কলতানের গ্রেফতারির পর ফের সরব কুণাল অচিরেই থামছে রন্ধনে বন্ধনের সফর, ফিরছে রান্নাঘর! সঞ্চালনায় ফের সুদীপা? নারকো টেস্টে 'না', কাউকে কি বাঁচাচ্ছে আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়? পিতৃপক্ষে ভুল করেও করবেন না এই ভুল, নচেৎ ভবিষ্যৎ প্রজন্মকে ভুগতে হবে এর ফল টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে পছন্দের ভারতীয় খাবারের নাম বললেন মর্নি মর্কেল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.