বাংলা নিউজ > ময়দান > এআইএফএফের ১.৫ লাখের জরিমানা, দুই ম্যাচের নিষেধাজ্ঞার কবলে হরমনজোত সিং খাবরা

এআইএফএফের ১.৫ লাখের জরিমানা, দুই ম্যাচের নিষেধাজ্ঞার কবলে হরমনজোত সিং খাবরা

দুই ম্যাচের নিষেধাজ্ঞার কবলে হরমনজোত সিং খাবরা

বিপক্ষ ফুটবলারকে বল ছাড়াই বিনা কারণে মারার ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করেছে এআইএফএফ

শুভব্রত মুখার্জি: এটিকে-মোহনবাগান দলের মিডফিল্ডার প্রবীর দাসের পরবর্তীতে কেরালা ব্লাস্টার্স দলের হরমনজোত সিং খাবরাকে প্রায় একই কারণে পড়তে হল সর্বভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফের শাস্তির কবলে। ২ ম্যাচে নিষেধাজ্ঞার পাশাপাশি কপালে জুটল ১.৫ লাখ টাকার বিপুল অঙ্কের জরিমানাও। বিপক্ষ ফুটবলারকে বল ছাড়াই বিনা কারণে মারার ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করেছে এআইএফএফ।

প্রসঙ্গত এই ঘটনাটি ঘটেছিল চলতি আইএসএলে কেরালা ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসির ম্যাচে। বলকে চ্যালেঞ্জ না করে অর্থাৎ 'অফ দি বল' বিপক্ষ ফুটবলারকে মারার কারণে এই শাস্তির মুখোমুখি হতে হল খাবরাকে। ম্যাচের ভিডিয়ো ফুটেজ দেখার পরে এআইএফএফের শৃঙ্খলা রক্ষাকারী কমিটি বৃহস্পতিবার মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য ঘটনার পরিপ্রেক্ষিতে এর আগেই খাবরা তার লিখিত ক্ষমা প্রার্থনা করেছেন। নিজের ভুল স্বীকার করে নিয়েছেন তিনি।

খাবরা চিঠিতে লিখিতভাবে জানান বিপক্ষের সাহিল তাভোরাকে আঘাত করা একেবারেই তার উদ্দেশ্য ছিল না। এই নিষেধাজ্ঞার ফলে খাবরা মার্চ মাসের ২ তারিখ মুম্বই সিটি এফসি এবং মার্চ মাসের ৬ তারিখ এফসি গোয়ার বিরুদ্ধে কেরালা ব্লাস্টার্স দলের হয়ে খেলতে পারবেন না। উল্লেখ্য গ্রুপ পর্যায়ে এই দুইটি কেরালার শেষ ম্যাচ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন