মেয়েদের বিগ ব্যাশ লিগে একই ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালালেন দুই ভারতীয় তারকা। মেলবোর্ন রেনেগেডসের হয়ে হাফ-সেঞ্চুরি করলেন জেমিমা রডরিগেজ ও হরমনপ্রীত কউর। হরমনপ্রীত বল হাতেও নজর কাড়েন। ব্রিসবেন হিটের বিরুদ্ধে মেলবোর্নকে জিতিয়ে ম্যাচের সেরা হন ভারতের টি-২০ ক্যাপ্টেন।
অ্যাডিলেডে মেলবোর্নের সঙ্গে ম্যাচ ছিল ব্রিসবেনের। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে মেলবোর্ন। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০৭ রান তোলে। জেমিমা ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১০টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ৫২ রান করে আউট হন।
হরমনপ্রীত ২৭ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৪টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৬৫ রান করে ক্রিজ ছাড়েন। এছাড়া ইভ জোন্স করেন ৪৬ বলে ৬২ রান।
জবাবে ব্যাট করতে নেমে ব্রিসবেন ২০ ওভারে ১৯২ রানে অল-আউট হয়ে যায়। ১৫ রানের ব্যবধানে ম্যাচ জেতে মেলবোর্ন। জর্জিয়া ৪০, লরা কিমিন্স ৪২, গ্রেস হ্যারিস ২৩ ও নিকোলা হ্যানকক ২১ রান করেন। ২৯ রানে ৪টি উইকেট নেন এলি। হরমনপ্রীত নিয়েছেন ১৯ রানে ১ উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।