শনিবার উইমেন্স প্রিমিয়র লিগে মুখোমুখি হয় গুজরাট জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে খুব সহজেই জয় পায় দিল্লি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৫ রান করে গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে ৭৭ বল বাকি থাকতেই কোনও উইকেট না হারিয়ে সেই রান তুলে নেয় দিল্লি। শেফালি বর্মার আক্রমণাত্মক ব্যাটিংয়েক প্রশংসা করেছে জাতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।
ম্যাচের শুরু থেকেই দিল্লি দাপট দেখাতে থাকে। দিল্লির বোলার মারিজান কাপ চার ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন। তখনই সবাই বুঝে গিয়েছিল ম্যাচ জিততে চলেছে দিল্লি। কিন্তু ব্যাট করতে নেমে শেফালি বর্মা যে ইনিংসটি খেললেন তা কেউই অনুমান করতে পারেননি। মাত্র ২৮ বলে অপরাজিত ৭৬ রান করেন তিনি। ইনিংসটি সাজিয়েছিলেন ১০টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারিতে। স্বাভাবিক ভাবেই তাঁর এই স্কোর দেখে এটা বোঝা যাচ্ছে মাঠে খেলা দেখতে আসা সমর্থকরা বেশ এই ম্যাচ বেশ ভালো ভাবে উপভোগ করেছে।
অপরদিকে দাঁড়িয়ে থাকা সতীর্থ মেগ ল্যানিংকে ব্যাট করার তেমন সুযোগই দেননি তিনি। শেফালির এই ধ্বংসাত্মক ব্যাটিং দেখে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত আগুনের ইমোজি দিয়ে সামাজিক মাধ্যমে লেখেন, ‘আগুন জ্বালিয়ে দিয়েছে ভাই।’ হরমনপ্রীত উইমেন্স প্রিমিয়র লিগে মুম্বইয়ের হয়ে খেলছেন। তারা এখন প্রতিপক্ষ হলেও জাতীয় দলের একে অপরের সতীর্থ। তাঁর এই পোস্ট অনেকের মনে জায়গা করে নিয়েছে। জবাবে পাল্টা কমেন্ট করে শেফালি লিখেছেন, ‘আপনার থেকেই শিখেছি ভাই।’
ম্যাচ জিতে উঠে শেফালি বলেন, ‘রান খুব একটা বেশি না হওয়ায় আমাকে তাড়াহুড়ো করতে হয়নি। নিজের স্বাভাবিক খেলা খেলে গিয়েছি। যেমন বল পেয়েছি তেমনভাবেই খেলেছি। প্রতিটি শর্ট সোজা ব্যাটে খেলার চেষ্টা করেছি । আমাকে ল্যানিং অনেক সাহায্য করেছে।’ ম্যাচে শেফালি দুরন্ত ব্যাট করলেও ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলার মারিজান কাপ। গুজরাটের পরবর্তী ম্যাচ মঙ্গলবার মুম্বইয়ের বিরুদ্ধে। এবং দিল্লির পরবর্তী খেলা ১৩ মার্চ আরসিবির বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।