অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে ভারতীয় মহিলা দলের। ৩-১ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ হারলেও অধিনায়ক হরমনপ্রীত কউর তাঁর সতীর্থ খেলোয়ারদের লড়াকু মনোভাব ইতিবাচকভাবেই দেখছেন। তিনি জানিয়েছেন, এই সিরিজে তাঁর দল খুব ভালো লড়াই করেছে।
টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়া ১৮৯ রানের লক্ষ্যমাত্রা দেয় ভারতকে। তবে শেষ পর্যন্ত মাত্র সাত রানের ব্যবধানে হারে ভারত। ম্যাচে ৩০ বলে ৪৬ রান করা হরমনপ্রীত বলেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা এই ম্যাচগুলি নতুনদের যথেষ্ট অভিজ্ঞতা জোগাবে। আমরা সিরিজ হারলেও যথেষ্ট ইতিবাচক দিক রয়েছে। এই সিরিজ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের অনেক ভুল ভ্রান্তি রয়েছে। যা ঠিক করতে হবে। এটা আমাদের কাছে একটা প্রস্তুতি সিরিজ ছাড়া আর কিছু নয়।’
আরও পড়ুন:- IND vs BAN: ধৈর্যের ফল মিষ্টি হয়, মনে করিয়ে দিলেন ভারতের বোলিং কোচ মামব্রে
ভারতীয় অধিনায়ক প্যাভিলিয়নে ফিরে যাবার পর রিচা ঘোষ ও দীপ্তি শর্মা দারুণ লড়াই করেন। রিচা ১৯ বলে ৪০ রান এবং দীপ্তি ৮ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। শেষ ওভারে ভারতের জেতার জন্য দরকার ছিল ২০ রান। অভিজ্ঞ অস্ট্রেলীয় বোলার মেগান শুট সেই রান তুলতে দেননি। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার ১৮তম ওভারেই ম্যাচের ভাগ্য ঠিক করে দেন। মাত্র তিন রান দিয়ে তুলে নেন দেবিকা বৈদ্যের উইকেট। মাত্র ২০ রান দিয়ে দুই উইকেট নেন অ্যাশলে।
আরও পড়ুন:- AUS vs SA: দু'দিনেই শেষ ব্রিসবেন টেস্ট, কামিন্সদের আগুনে পেসে ঝলসে গেল দক্ষিণ আফ্রিকা
ম্যাচের শেষে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত বলেন, ‘১৮তম ওভারে আমরা যখন ৩ রান পাই, সেটাই ম্যাচে পার্থক্য করে দিয়ে যায়।’ এশিয়া কাপে পাওয়া চোট সবে সারিয়ে উঠেছেন হরমনপ্রীত। তাই বল করছেন না বলে জানিয়েছেন তিনি। ভারতীয় অধিনায়ক বলেন, ‘খুব তাড়াতাড়ি বোলিংয়ে ফিরব আমি।’
ভারত অধিনায়ক আরও বলেন, ‘এই সিরিজ হার সত্যি মেনে নেওয়া যাচ্ছে না। তবে কোনও অজুহাত দিতে চাই না। বিশ্বকাপে নিজেদের যথাযথ মেলে ধরতে চাই আমরা।’