বাংলা নিউজ > ময়দান > গোলাপি বলের ঐতিহাসিক টেস্ট থেকেও ছিটকে গেলেন হরমনপ্রীত কাউর

গোলাপি বলের ঐতিহাসিক টেস্ট থেকেও ছিটকে গেলেন হরমনপ্রীত কাউর

হরমনপ্রীত কাউর।

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজও খেলতে পারেননি হরমনপ্রীত। যে সিরিজে ভারত ভারত ১-২ হেরে যায়। তাঁর বুড়ো আঙুলে চোট রয়েছে। এখনও সেই চোট পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি হরমনপ্রীত। তাঁর জায়গায় দলে ঢুকতে পারেন ইয়াস্তিকা ভাটিয়া বা পুনম রাউত।

গোলাপি টেস্ট শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারতীয় মহিলা ক্রিকেট টিম। চোটের জন্য ছিটকে গেলেন দলের অভিজ্ঞ ক্রিকেটার হরমনপ্রীত কাউর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন-রাতের টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। দলের অধিনায়ক মিতালি রাজ এই খবর নিশ্চিত করে জানিয়েছেন, ‘ও (হরমনপ্রীত) এই টেস্ট থেকে ছিটকে গিয়েছে।’

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজেও খেলতে পারেননি হরমনপ্রীত। যে সিরিজ ভারত ভারত ১-২ হেরে যায়। তাঁর বুড়ো আঙুলে চোট রয়েছে। এখনও সেই চোট পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি হরমনপ্রীত। তাঁর জায়গায় দলে ঢুকতে পারেন ইয়াস্তিকা ভাটিয়া বা পুনম রাউত। এই দুই ক্রিকেটারই একদিনের সিরিজে নজর কেড়েছেন।

ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে মিতালি বলেছেন, ‘গতকালই আমাদের গোলাপি বল নিয়ে প্র্যাকটিস সেশন ছিল। প্রত্যেকেরই আলাদা আলাদা অভিজ্ঞতা হয়েছে। কারণ আমরা কেউ এই গোলাপি বলে খেলতে অভ্যস্ত নই। তবে এই বল নিয়ে একটি ধারণা তৈরি হয়েছে।’

মিতালি এ দিন সাংংবাদিক সম্মেলনে বোলারদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। বোলিং বিভাগ নিয়ে কিছু সমালোচনা থাকলেও সে সব উড়িয়ে দিয়ে মিতালি বলেছেন, ‘একদিনের সিরিজে যে ভাবে আমাদের তিনজন ফাস্টবোলার বল করেছে, তাতে আমরা খুশি। ঝুলনের অভিজ্ঞতা সবচেয়ে বেশি। এবং ও অন্যদের মানে পুজা বস্ত্রকার এবং মেঘনাকে সাহায্যও করে থাকে। মেঘনা, পুজার মতো ভাল মানের সিমার রয়েছে আমাদের। আমাদের শিখা পাণ্ডেও রয়েছে। আমাদের পেস বিভাগটা কিন্তু বেশ ভাল।’

বন্ধ করুন