আইপিএল খেলেন বলে বিরাট কোহিল, রোহিত শর্মারা বিদেশি টি-২০ লিগে অংশ নিতে পারেন না। বিসিসিআইয়ের কড়া নিয়ম, যতক্ষণ না ভারতীয় ক্রিকেটের সঙ্গে সমস্তরকম সম্পর্ক ছিন্ন হচ্ছে, সংক্ষিপ্ত ফর্ম্যাটে অন্য কোনও দেশের ঘরোয়া লিগে মাঠে নামা যাবে না। তবে অবসর নেওয়ার পরে বিদেশি লিগে খেলায় বাধা নেই ভারতীয় ক্রিকেটারদের।
যে কারণে দ্য হান্ড্রেড, টি-২০ ব্লাস্ট, বিগ ব্যাশ লিগে কোনও ভারতীয় ক্রিকেটারকে খেলতে দেখা যায় না। যুবরাজ সিং, রবীন উথাপ্পা, ইউসুফ পাঠানদের অবসরের পরে গ্লোবাল টি-২০ কানাডা, আবু ধাবি টি-১০, ইন্টারন্য়াশনাল লিগ টি-২০'র মতো টুর্নামেন্টে মাঠে নামতে দেখা গিয়েছে।
মেয়েদের ক্রিকেটে অবশ্য ছবিটা ছিল ভিন্ন। মেয়েদের পূর্ণাঙ্গ আইপিএল আয়োজিত হতো না বলেই হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনারা মহিলা বিগ ব্যাশ, দ্য হান্ড্রেডের মতো বিদেশি লিগে অংশ নিতে পারতেন। ভারতের মহিলা ক্রিকেটারদের অন্য লিগে খেলা আটকাত না বিসিসিআই।
তবে এবার পরিস্থিতি বদলানোয় বিসিসিআই হরমনপ্রীতদের নিয়মের ফাঁসে বেঁধে ফেলে কিনা, সেটাই ছিল দেখার। এবার থেকে যেহেতু উইমেন্স প্রিমিয়র লিগ শুরু হচ্ছে, তাই হরমনপ্রীতদের বিদেশি লিগে খেলা থেকে বোর্ড বিরত রাখতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। সেই আশঙ্কা যে নিতান্ত অমূলক, সেটা বোঝা গেল দ্য হান্ড্রেডের ড্রাফট লিস্ট প্রকাশিত হওয়ার পরেই।
জেমিমা রডরিগেজ, হরমনপ্রীত কউর-সহ প্রথমসারির বেশ কয়েকজন ভারতীয় মহিলা ক্রিকেটারের নাম রয়েছে ইসিবির ১০০ বলের টুর্নামেন্টের ড্রাফট তালিকায়। অর্থাৎ, তাঁদের দলে নেওয়ার সুযোগ রয়েছে দ্য হান্ড্রেডে অংশ নেওয়া ক্লাবগুলির।
অর্থাৎ, ছেলে ও মেয়েদের আইপিএল পাশাপাশি চললেও বিদেশি লিগে খেলা নিয়ে বিসিসিআইয়ের অবস্থান এক্ষেত্রে ভিন্ন। আইপিএলের জন্য ছেলেরা বিদেশি লিগে খেলতে পারবেন না। তবে উইমেন্স প্রিমিয়র লিগে খেলার পাশাপাশি ভারতের মহিলা ক্রিকেটাররা অন্য দেশেরে ঘরোয়া লিগেও অংশ নিতে পারবেন। এখন প্রশ্ন হল, তবে কী ছেলেদের জন্যও নিয়ম বদলাবে বিসিসিআই? সেই সম্ভাবনা অবশ্য নিতান্ত ক্ষীণ।
উল্লেখ্য, এবার দ্য হান্ড্রেডের ড্রাফট লিস্টে নাম রয়েছে হরমনপ্রীত কউর, জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা, শিখা পান্ডে, কিরণ নভগীর, দিশা কাসাতের মতো ভারতীয় তারকাদের। স্মৃতি মন্ধনাকে এবার স্কোয়াডে ধরে রেখেছে সাদার্ন ব্রেভ। তাই তাঁর টুর্নামেন্টে অংশ নেওয়া পাকা। দ্য হান্ড্রেডের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে ২৩ মার্চ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।