বাংলা নিউজ > ময়দান > 'করোনা আতঙ্ক' ক্রিকেটে, এ বার আক্রান্ত হলেন হরমনপ্রীত

'করোনা আতঙ্ক' ক্রিকেটে, এ বার আক্রান্ত হলেন হরমনপ্রীত

হরমনপ্রীত কাউর।

একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হচ্ছেন। স্বভাববিক ভাবেই আতঙ্কের চোরাস্ত্রোত বয়ে চলেছে ভারতীয় ক্রিকেটে।

ভারতীয় ক্রিকেটে ‘কোভিড আতঙ্ক’ আরও তীব্র হল। এ বার ভারতীয় মহিলা দলেও করোনা ভাইরাস হানা দিল। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর এ বার করোনায় আক্রান্ত হলেন। জানা গিয়েছে, খুব সামান্য লক্ষণ রয়েছে তাঁর। শারীরিক অবস্থাও স্থিতিশীল। তাই তাঁকে বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হরমনপ্রীতের পরিবারের সদস্যদেরও কোভিড ১৯ টেস্ট করা হয়েছে।

সচিন তেন্ডুলকর, ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ, ইরফান পাঠান ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছে। এঁরা প্রত্যেকেই বিশ্ব পথ নিরাপত্তা সিরিজে অংশ নিয়েছিলেন। ধরে নেওয়া হয়েছিল, এই টুর্নামেন্ট থেকেই করোনা ছড়িয়েছে। তবে হরমনপ্রীতের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানাজানি হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটে অদ্ভূত এক আতঙ্ক তৈরি হয়েছে। করোনার জন্য প্রায় গত এক বছর ভারত ক্রিকেট কোনও টুর্নামেন্টে অংশ নেয়নি। কিন্তু এ বছর থেকে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেওয়ার পর থেকেই একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হচ্ছেন।

চলতি মাসেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে মুখোমুখি হয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দল। সিরিজ হেরে যায় ভারত। ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করেও দলকে জেতাতে ব্যর্থ হন হরমনপ্রীত। তার উপর আবার একদিনের সিরিজের শেষ ম্যাচে চোট পেয়ে দল থেকে ছিটকে যেতে হয় তাঁকে। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও অংশ নিতে পারেননি তিনি। চোট পাওয়ার পর থেকেই চণ্ডীগড়ে নিজের বাড়িতে বিশ্রামেই ছিলেন হরমনপ্রীত। মনে করা হচ্ছে, তাঁর বাড়ি থেকেই কোনও ভাবে সংক্রমণ ঘটেছে।

স্বাস্থ্য দফতরের তরফে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই সর্দি, কাশি, গলা ব্যাথায় ভুগছিলেন হরমনপ্রীত। চিকিৎসকের পরামর্শ মেনে কোভিড টেস্ট করান তিনি। তখনই জানা যায়, তিনি কোভিড পজিটিভ। এর পর তাঁর পরিবারের প্রতিটি সদস্যের পাশাপাশি তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, প্রত্যেকেরই করোনা পরীক্ষা করা হয়েছে।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে পঞ্চমী? জানুন রাশিফল বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.