বড় ঘোষণা করলেন বিসিসিআই-এর সচিব জয় শাহ। বিশ্ব ক্রিকেটে অভিনব পদক্ষেপ নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার স্মৃতি মন্ধনা ও বিরাট কোহলি, কিমবা রোহিত শর্মা বা হরমনপ্রীত কউররা ম্যাচ ফি একই পেতে চলেছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমনই কথা জানিয়েছেন বিসিসিআই বোর্ড সচিব জয় শাহ।
এই সিদ্ধান্তের পরে ক্রিকেট বিশ্বে নতুন যুগে পা রাখল টিম ইন্ডিয়া। এর আগে পর্যন্ত মহিলা ক্রিকেটাররা, পুরুষদের তুলনায় অনেক কম অর্থ পেতেন। এর ফলে ক্রিকেটে লিঙ্গের বৈষম্য পরিষ্কার ছিল। এমন অবস্থায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে কেন এমন বৈষম্য থাকবে। এবার সেই প্রশ্নের উত্তর বিশ্বকে দিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নিজের টুইটারে এই বিষয়কে স্পষ্ট করেছেন জয় শাহ।
আরও পড়ুন… IND vs NED: অশ্বিনের জায়গায় যুজি? ব্যাটিং অর্ডারে হবে কোনও বদল? কী হবে ভারতের একাদশ?
জয় শাহ নিজের টুইটার লিখেছেন,‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে বিসিসিআই বৈষম্য মোকাবেলায় প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে। আমরা আমাদের চুক্তিবদ্ধদের জন্য বেতন ইক্যুইটি নীতি বাস্তবায়ন করছি। আমরা ক্রিকেটে লিঙ্গ সমতার একটি নতুন যুগে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফি একই হবে।’ আসলে বিসিসিআই মহিলা ক্রিকেটার ও পুরষ ক্রিকেটারদের ম্যাচ ফি সমান করতে চলছে।
এরফলে বিসিসিআই সেক্রেটারি জয় শাহের বৃহস্পতিবারের এই ঘোষণা সকল মহিলা ক্রিকেটারদের মুখে হাসি ফোটাবে। কারণ ভারতীয় মহিলা ক্রিকেটাররা এখন থেকে তাদের পুরুষ সতীর্থ ক্রিকেটারদের মতোই একই ম্যাচ ফি পাবেন। কারণ বোর্ড বৈষম্য মোকাবেলায় প্রথম পদক্ষেপ নিয়েছে। জয় শাহ একাধিক টুইট বার্তায় বলেছেন যে ভারতীয় ক্রিকেট বোর্ড তার চুক্তিবদ্ধ মহিলা খেলোয়াড়দের জন্য একটি বেতন সমতা নীতি প্রয়োগ করছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।