বাংলার ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছরের প্রথম দিনেই খারাপ খবর কলকাতা নাইট রাইডার্স শিবিরে। চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তরুণ পেসার রসিখ সালাম।
চলতি মরশুমে কেকেআরের হয়ে জোড়া ম্যাচে মাঠে নামেন রসিখ। তবে জম্মু-কাশ্মীরের তারকা পিঠের নীচের দিকে চোট পেয়েছেন। তিনি বাকি টুর্নামেন্টে আর মাঠে নামতে পারবেন না। তাঁর পরিবর্তে নাইট রাইডার্স দলে নিয়েছে দিল্লির মিডিয়াম পেসার হর্ষিত রানাকে।
আইপিএলের তরফে বিজ্ঞপ্তি জারি করে রসিখের নাইট স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়েছে। সেই সঙ্গে হর্ষিতের কেকেআর শিবিরে যোগ দেওয়ার কথাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন:- IPL 2022: ছিলেন শুভমনদের নেট বোলার, সি কে নাইডুতে তেমন সফল নন, KKR-এ আসা এই হর্ষিত কে?
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের জার্সিতে আইপিএলে প্রথমবার মাঠে নামেন রসিখ। তিনি প্রথম ম্যাচে ৩ ওভার বল করে মাত্র ১৮ রান খরচ করেন। কোনও উইকেট পাননি। পরে দিল্লির বিরুদ্ধে নিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ১ ওভার বল করেন রসিখ। সেই ম্যাচেও কোনও উইকেট পাননি তিনি।
আরও পড়ুন:- এক রাজ্যে IPL আয়োজন করেও ঠেকানো গেল না করোনা, Covid হানা দিল্লি ক্যাপিটালস শিবিরে
এবছর আইপিএলের মেগা নিলাম থেকে রসিখকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল কলকাতা। তাঁর পরিবর্ত হর্ষিতকেও ২০ লক্ষ টাকাতেই দলে নেন কেকেআর। দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা হর্ষিত রানা গুজরাট টাইটানসের নেট বোলার ছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।