২০২১ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেক বেশি উইকেট নিয়েছেন কারা? চোখ রাখুন সেরা পাঁচের তালিকায়।
1/5ওয়ানিন্দু হাসারাঙ্গা: ২০২১ সালে ২০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বল হাতে নিয়ে সবথেকে বেশি ৩৬টি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার লেগ-স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
2/5তাবরাইজ শামসি: ২০২১ সালে ২২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমে ৩৬টি উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার শামসি। তিনি উইকেট সংখ্যার নিরিখে হাসারাঙ্গার সঙ্গে যুগ্মভাবে এক নম্বরে থাকলেও বোলিং গড় ও বেশি ম্যাচ খেলার জন্য ক্রমতালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন।
3/5দীনেশ নাকরানি: একদা সৌরাষ্ট্রের হয়ে মাঠে নামা বাঁ-হাতি পেসার দীনেশ নাকরানি উগান্ডার হয়ে ২১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বল করে ৩৫টি উইকেট নিয়েছেন। তিনি রয়েছেন সার্বিক তালিকার তিন নম্বরে।
4/5ওয়াসিম আব্বাস: মাল্টার ডানহাতি পেসার ওয়াসিম আব্বাস ২০২১ সালে ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বল করে ২৯টি উইকেট নিয়েছেন। তিনি সার্বিক তালিকার চার নম্বরে রয়েছেন।
5/5মুস্তাফিজুর রহমান: বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর ২০২১ সালে ২০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২৮টি উইকেট নিয়েছেন। তিনি রয়েছেন তালিকার ৫ নম্বরে।