শুভব্রত মুখার্জি: রবিবাসরীয় সন্ধ্যায় ম্যাঞ্চেস্টার ডার্বিতে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাচে কার্যত সিটির কাছে পর্যুদস্ত হতে হল ইউনাইটেড দলকে। জোড়া হ্যাটট্রিক করলেন হালান্ড এবং ফিল ফোডেন। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে সিটি। সেই ধারা বজায় রেখে ইউনাইটেডের রক্ষণকে ভেঙে চুরমার করে দেয় সিটি। প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটি। দারুণ ফর্মে থাকা আর্লিং হালান্ড ও ফিল ফোডেনের দাপটে ততক্ষণে ম্যাচে চালকের আসনে বসে গিয়েছে পেপ গুয়ার্দিওলার দল। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে এক গোল শোধ করলেও খুব বেশি সুবিধা করতে পারেনি ইউনাইটেড। অন্যদিকে হ্যাটট্রিক পূরণ করে ইউনাইটেডের বিপক্ষে বড় জয় নিশ্চিত করেন আর্লিং হালান্ড ও ফিল ফোডেন।
রবিবার ইতিহাদ স্টেডিয়ামে ইউনাইটেডকে ৬-৩ ব্যবধানে উড়িয়ে দিল সিটি। ম্যাচে হ্যাটট্রিক করেছেন আর্লিং হালান্ড ও ফিল ফোডেন। হ্যাটট্রিকের পাশাপাশি ফোডেনের দুটি গোলে অ্যাসিস্ট ও ছিল হালান্ড। ইউনাইটেডের হয়ে জোড়া গোল করেন অ্যান্থনি মার্শিয়াল, অপর গোলটি আন্থনির। এই নিয়ে টানা তৃতীয়বার ম্যাঞ্চেস্টার ডার্বি জিতল ম্যাঞ্চেস্টার সিটি।
গোটা ম্যাচ জুড়েই আধিপত্য নিয়ে খেলে পেপের শিষ্যরা। এই ম্যাচেও ইউনাইটেডের প্রথম একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অষ্টম মিনিটে সিটিকে এগিয়ে দেন ফিল ফোডেন। বা দিক থেকে বার্নান্দো সিলভার ক্রসে বা পায়ের প্লেসিং শটে গোল করে যান ফোডেন। ৩৪ মিনিটে ডি ব্রুইনার কর্নার থেকে হেডে গোল করেন আর্লিং হালান্ড। ৩৭ মিনিটে তৃতীয় গোল পায় সিটি। ফের গোল করেন হালান্ড। কেভিন ডি ব্রুইনার পাস থেকে দূরের পোস্টে স্লাইডিং শটে গোল করেন হালান্ড। ৪৪ মিনিটে ব্যবধান বাড়িয়ে ৪-০ করে সিটি। হালান্ডের পাস থেকে এবার গোল করেন ফিল ফোডেন।
ইউনাইটেড ৫৬ মিনিটে শোধ করে একটি গোল। বক্সের বাইরে থেকে বা পায়ের বাঁকানো শটে গোল করেন আন্থনি। গোল খাওয়ার পরেই সিটির হয়ে হ্যাটট্রিক পূরণ করে ফেলেন হালান্ড ও ফোডেন। ৬৪ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড। লিগে হালান্ডের এটি ১২তম গোল। চলতি প্রিমিয়র লিগে তৃতীয় হ্যাটট্রিক করলেন নরওয়ের এই ফুটবলার। ৭৩ মিনিটে হালান্ডের পাস থেকে গোল করে হ্যাটট্রিক করেন ফোডেন। ৮৪ মিনিট এবং দ্বিতীয়ার্ধের যোগ করা প্রথম মিনিটে দুটি গোল করে ইউনাইটেডের হয়ে ব্যবধান কমান বদলি হয়ে নামা অ্যান্থনি মার্শিয়াল। তবে শেষ রক্ষা হয়নি। এই জয়ের ফলে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল সিটি। এক ম্যাচ কম খেলে ষষ্ঠ স্থানে রয়েছে ইউনাইটেড। তাদের পয়েন্ট ১২।