বড় প্লেয়ার হলেই হয় না, সুনাম অনুয়ায়ী নিজেদের মেলে ধরতে হয়। কার্যত চাঁচাছোলা ভাষায় টিম ইন্ডিয়ার তিন সুপারস্টার বিরাট কোহলি, রোহিত শর্মা ও লোকেশ রাহুলের সমালোচনা করলেন কপিল দেব।
দরকারের সময় যদি নামি ক্রিকেটারদের কাছ থেকে পারফর্ম্যান্স পাওয়া না যায়, তবে খেলোয়াড় বদল করা উচিত বলেও মন্তব্য করেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক।
ইউটিউব শো আনকাটে রোহিত, কোহলি ও রাহুল সম্পর্কে কপিল বলেন, ‘বড় খেলোয়াড় হিসেবে ওদের সুনাম রয়েছে, যেটা হয়ত ওদের চাপে রাখে। যদিও তেমনটা হওয়ার কথা নয়। আসলে তোমাকে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। এরা সবাই ১৫০-১৬০ স্ট্রাইক-রেটে রান তুলতে পারে। অথচ যখনই ওদের কাছ থেকে আমাদের রানের দরকার হয়, ওরা আউটে হয়ে বসে। ধীরেসুস্থে ২০-২৫ রান করার পরে যখন ইনিংসকে টেনে তোলার সময় হয়, ওরা আউট হয়ে যায়। এটা দলের উপর চাপ তৈরি করে। হয় তুমি অ্যাঙ্করের ভূমিকা পালন করো, নতুবা স্ট্রাইকারের।’
লোকেশ রাহুল সম্পর্কে কপিল আলাদা করে বলেন, ‘লোকেশ রাহুলের দিকে তাকাও, ওকে যদি দল পুরো ২০ ওভার খেলে আসতে বলে, এবং তুমি যদি ৮০-৯০ রান করো, তাহলে ঠিক আছে। বাকি রান অন্য ব্যাটসম্যানরা করবে। তবে যদি ৬০ রানে নট-আউট থাকো, তবে তুমি দলের প্রতি সুবিচার করছ না মোটেও।'
শেষে প্রাক্তন তারকা বলেন, 'আমি মনে করি প্রয়োগ কৌশলটা পালটানো দরকার। যদি সেটা না হয়, তবে খেলোয়াড় বদল করতে হবে। একজন বড় প্লেয়ারের কাছ থেকে বড় পারফর্ম্যান্স আশা করা হয়। শুধু বড় খোলোয়াড় হিসেবে খ্যাতি থাকলেই হয় না, তোমাকে দারুণ পারফর্ম্যান্সও মেলে ধরতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।