অভিজ্ঞ উইকেটকিপার ঋদ্ধিমান সাহার সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড ও জাতীয় নির্বাচকদের আচরণ মেনে নিতে পারছেন না বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা। কিছুদিন আগে শিষ্য কোহলির ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া নিয়ে সরব হয়েছিলেন রাজকুমার। এবার তিনি পাশে দাঁড়ালেন ঋদ্ধির।
শ্রীলঙ্কা সিরিজের টেস্ট দল থেকে বাদ পড়ার পর ঋদ্ধিমান বোমা ফাটিয়েছেন যে, তাঁকে নাকি আর জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি এও জানান যে, কোচ দ্রাবিড় তাঁকে ইঙ্গিতে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন।
Khelneeti পডকাস্টে এপ্রসঙ্গে রাজকুমার বলেন, ‘গত ৩-৪ মাসে বড্ড বেশি বিতর্ক দেখা দিয়েছে। এটা ভারতীয় ক্রিকেটের জন্য ভালো ছবি নয় কখনই। সাহাকে নিয়ে আলদা আলাদা মহল থেকে পরস্পরবিরোধী মন্তব্য উড়ে আসছে। কোনও খেলোয়াড়কে অবসর নিতে বলার অধিকার কারও নেই। এটা খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্ত। দলে নির্বাচিত করা বা না করার বিষয়টা আলাদা। দ্রাবিড় হয়ত সহজ বিশ্বাসেই সাহার সঙ্গে কথা বলেছে। তবে বিতর্কটা এখন খুব বড় হয়ে দাঁড়িয়েছে। বিসিসিআইয়ের এমন বিতর্ক থেকে দূরে থাকাই ভালো।’
রাজকুমারের স্পষ্ট দাবি, বিসিসিআই অফিসিয়ালদের নিজেদের এক্তিয়ারে থাকা উচিত। দল নির্বাচনের বিষয়ে নাক গলানো উচিত নয়। তাঁর কথায়, ‘নির্বাচকদের কাজ নির্বাচকদের করাই উচিত। বিসিসিআইয়ে সকলের দায়িত্ব ভিন্ন। তাদের নিজেদের কাজেই সীমাবদ্ধ থাকা উচিত। সাহাকে নিয়ে এমন বিতর্ক তৈরি হওয়ায় খারাপ লাগছে। ও বিশ্বের এক নম্বর উইকেটকিপার এবং নিঃশব্দে দলের পারফর্ম্যান্সে অবদান রাখে। এর থেকে ভলো ব্যবহার ওর প্রাপ্য।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।