বাংলা নিউজ > ময়দান > ধোনি সত্যিকারের একজন প্রকৃত চ্যাম্পিয়ন- মাহিকে নিয়ে আবেগে ভাসলেন সৌরভ

ধোনি সত্যিকারের একজন প্রকৃত চ্যাম্পিয়ন- মাহিকে নিয়ে আবেগে ভাসলেন সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিং ধোনি।

ভারতীয় ক্রিকেটে তর্কাতীত ভাবে সেরার সেরা দুই ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিং ধোনি। ২০০৪ সালের ২৩ ডিসেম্বর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অভিষেক হয়েছিল সৌরভের হাত ধরেই। তখন ভারতের অধিনায়ক ছিল বাংলার মহারাজই।

সম্প্রতি দেখা হয়েছিল ভারতের সর্বকালের দুই অন্যতম সেরা অধিনায়কের। মহেন্দ্র সিং ধোনি এবং সৌরভ গঙ্গোপাধ্যায় সেই সাক্ষাৎ পর্বের একটি ছবি ঘিরে বেশ চর্চা হয়েছিল নেট পাড়ায়। হোটেল রুমে একান্তে দেখা গিয়েছিল মহারাজ আর মাহিকে। দু'জনেই শ্যুটিংয়ের জন্য গিয়েছিলেন মুম্বই। ধোনির সঙ্গে সাক্ষাৎ পর্বের ঘোর এখনও কাটেনি সৌরভের। সোমবার স্পোর্টসস্টার ইস্ট স্পোর্টস কনক্লেভ-এর অনুষ্ঠানে এসে ধোনিকে প্রসংশায় ভরালেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট।

সৌরভ বলেন, ‘দেখুন যখনই আপনি এমএস ধোনির কথা বলবেন, তখন এটা মাথায় রাখলে চলবে না যে, ও মোট কতগুলি ম্যাচ খেলেছে। আমাদের মাথায় রাখতে হবে ভারতীয় ক্রিকেটে ও আলাদাই প্রভাব ফেলেছে। কয়েকদিন আগেই মুম্বইতে ওর সঙ্গে আমার দেখা হয়। আমরা দু'জনেই শ্যুটিং করছিলাম। ধোনি সত্যিকারের একজন প্রকৃত চ্যাম্পিয়ন। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ও।’

আরও পড়ুন: টেস্টে দ্বিশতরান করতে চন্দ্রপলের লেগেছিল ১৩৬ ইনিংস, ছেলে ৫ ইনিংসেই বাজিমাত করলেন

তিনি আরও যোগ করেন, ‘ভাবুন রাঁচির মতো একটা জায়গা থেকে উঠে এসেছে, যেখান থেকে ওর আগে সে ভাবে ক্রিকেটারই উঠে আসেনি। ওরকম জায়গা থেকে ধোনি এসে দেশকে বিশ্বকাপ জিতিয়েছে। ধোনির জন্য আমার গর্ব হয়। এটা বারবার বলতে পারব না যে, ভারতে দু'জন অন্যতম সফল অধিনায়ক দেশের এমন জায়গা থেকে এসেছে, যেখানে দুর্দান্ত ক্রিকেট হয় না বলেই মনে করে মানুষ। ধোনি কিন্তু সেখান থেকেই এসেছে। আসলে ধোনি একাধিক প্রজন্মের প্লেয়ারদের ভাবনা চিন্তা বদলে দিয়েছে। তাদের ও বিশ্বাস করিয়েছে যে, এখান থেকেও আমি সফল হতে পারি। একবার ইশান কিষাণের দিকে তাকান। কীভাবে ছেলেটা আন্তর্জাতিক ক্রিকেট খেলছে।’

ভারতীয় ক্রিকেটে তর্কাতীত ভাবে সেরার সেরা দুই ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ধোনি। ২০০৪ সালের ২৩ ডিসেম্বর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অভিষেক হয়েছিল সৌরভের হাত ধরেই। তখন ভারতের অধিনায়ক ছিল বাংলার মহারাজই।

আরও পড়ুন: কিছু বছরে বন্ধ হতে পারে অনেক T20 লিগ, সতর্কবার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

আসন্ন আইপিএলটি সম্ভবত মহেন্দ্র সিংহ ধোনির জীবনের শেষ টুুর্নামেন্ট হতে চলেছে একজন ক্রিকেটার হিসেবে। হয়তো শেষ বারই চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি গায়ে মাঠে নামবেন ক্যাপ্টেন কুল। গত বছর তাঁর দল খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি। অধিনায়ক এবং ক্রিকেটার হিসেবে নিজের শেষ আইপিএলটা স্মরণীয় করে রাখতে চাইবেন মাহি। এই উদ্দেশ্যে তিনি অনুশীলনও শুরু করে দিয়েছেন। যার কিছু ভিডিয়ো প্রকাশ্যে আসতেও শুরু করেছে।

অন্য দিকে সৌরভ গঙ্গোপাধ্যায় আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালস শিবিরে থাকবেন। গত অক্টোবরে বিসিসিআই সভাপতির পদ হারানোর পর আসন্ন আইপিএলে দিল্লি ফ্র‍্যাঞ্চাইজির ‘ডিরেক্টর অফ ক্রিকেটের’ দায়িত্ব পালন করছেন মহারাজ। আইপিএলে একটা বিশেষ সময় এসে দু'জনে মুখোমুখি হবেন ভিন্ন ভিন্ন দায়িত্ব থেকে। তার আগে মাহিকে নিয়ে সৌরভের প্রশংসা তাৎপর্যপূর্ণ।

বন্ধ করুন