বাংলা নিউজ > ময়দান > ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘৃণ্য রাজনীতির শিকার তিনি, বিস্ফোরক দাবি ল্যাঙ্গারের

ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘৃণ্য রাজনীতির শিকার তিনি, বিস্ফোরক দাবি ল্যাঙ্গারের

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গার (ছবি:রয়টার্স) (REUTERS)

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যত তোপ দেগে জনসমক্ষে 'রুদ্র' মূর্তি ধারণ করলেন জাস্টিন ল্যাঙ্গার। তার দাবি অজি দলের কোচ থাকাকালীন তাকে একাধিকবার অপমানিত হতে হয়েছিল। সহ্য করতে হয়েছে চরম অপমান। সম্প্রতি সেই অভিজ্ঞতা নিয়েই মুখ খুলে বিস্ফোরক তথ্য দিয়েছেন ল্যাঙ্গার।

শুভব্রত মুখার্জি: সারা বিশ্ব জুড়ে খেলাধূলার সঙ্গে রাজনীতি প্রায় ওতপ্রোতভাবে জড়িত। খেলার এমন কোন ক্ষেত্র নেই যেখানে রাজনীতির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিকার হননি কোন ক্রীড়াবিদ। তবে ক্রিকেটের এত বছরের ইতিহাসে হয়ত প্রথম এমন ঘটনা ঘটল যেখানে ক্রিকেট অস্ট্রেলিয়ার মতন দক্ষ এবং পেশাদার ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে উঠে গেল ঘৃণ্য রাজনীতির অভিযোগ। আর এমন বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার তথা সদ্য টি-২০ বিশ্বকাপজয়ী অজি দলের প্রাক্তন হেড স্যার জাস্টিন ল্যাঙ্গার।

জাস্টি ল্যাঙ্গার  ঘৃণ্য রাজনীতির শিকার বানানো হয়েছিল বলে বিস্ফোরক দাবি করে বসলেন ল্যাঙ্গার। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যত তোপ দেগে জনসমক্ষে 'রুদ্র' মূর্তি ধারণ করলেন তিনি। 

জাস্টিন ল্যাঙ্গারের দাবি অজি দলের কোচ থাকাকালীন তাকে একাধিকবার অপমানিত হতে হয়েছিল। সহ্য করতে হয়েছে চরম অপমান। সম্প্রতি সেই অভিজ্ঞতা নিয়েই মুখ খুলে বিস্ফোরক তথ্য দিয়েছেন ল্যাঙ্গার। উল্লেখ্য প্রায় তিন মাস আগে অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেট দলের কোচের পদ ছেড়েছেন তিনি। দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে সরাসরি ঘৃণ্য রাজনীতির বিস্ফোরক অভিযোগ তুললেন জাস্টিন ল্যাঙ্গার। তিনি জানান কী কারণে তাকে বাধ্য হয়ে কোচের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল। টি-২০ বিশ্বকাপ জয়। অ্যাসেজ সিরিজে ইংল্যান্ড দলকে চূর্ণ করার পরেও তাঁকে মাত্র ছ’মাসের চুক্তি দিয়ে কার্যত অপমান করা হয়েছিল।

তাঁর খারাপ সময়ে তার সিনিয়র দলের ক্রিকেটাররা যাদের সঙ্গে কোচ হিসেবে কাজ করেছিলেন যেভাবে তার পাশে না দাঁড়িয়ে সরে গিয়েছিলেন তাতেও দুঃখিত হন তিনি। জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে বোর্ডের খারাপ আচরণের বিষয়ে মুখ খুলেছিলেন মার্ক ওয়া, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, স্টিভ ওয়াহ, ম্যাথু হেডেন, প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নও।

জাস্টিন ল্যাঙ্গারের প্রবল ক্ষোভ রয়েছে চেয়ারম্যান রিচার্ড ফ্রিউডেনস্টাইনের প্রতি। ল্যাঙ্গার জানিয়েছেন, ‘প্রথমবার দেখা হওয়ার পরেই ও (রিচার্ড) আমাকে বলেছিল বন্ধু এবং সংবাদমাধ্যম তোমার পাশে দাঁড়িয়েছে বলে নিশ্চয়ই তুমি খুশি। উত্তরে জানিয়েছিলাম অবশ্যই। ওরা শুধু আমার বন্ধু নয়, অস্ট্রেলিয়া ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম। অস্ট্রেলিয়ার ক্রিকেটকে বিশ্বে পরিচিতি দিয়েছে ওই ক্রিকেটাররাই । খুশি যে ওরা আমার পাশে দাঁড়িয়েছে।’

জাস্টিন ল্যাঙ্গার আরও যোগ করে বলেন, ‘আমরা শুধু সব ম্যাচে জিতিনি, ভিতরের সেই শক্তি এবং মনঃসংযোগ দিয়ে জিতেছি এবং আমি খুশি সেই কারণে। শেষ তিন-চার বছর ধরে রাজনীতি আমাকে অনেক ভাবিয়েছে। সবাইকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছি। শারীরিক এবং মানসিকভাবে যার প্রভাব আমার উপর পড়েছিল। সবাইকে সন্তুষ্ট রাখতে গিয়ে যে শিক্ষাটা আমি জীবনে পেয়েছি তা নিঃসন্দেহে বড়।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন