ভারত একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য ২৪৭ রান তাড়া করতে নেমে ব্যর্থ হয়। প্রথম ওডিআই ম্যাচে ওভালে ১০ উইকেটে হারের পরে দারুণ ভাবে প্রত্যাবর্তন করে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ১৪৬ রানে রোহিত শর্মাদের অল আউট করে ১০০ রানে ম্যাচ জিতে নেয়। এজদিন দুরন্ত বোলিং করেন রিস টপলি। এদিন মোট ৬ উইকেট সংগ্রহ করেন তিনি। রোহিত শর্মার পরে শিখর ধাওয়ান ও ঋষভ পন্তকে আউট করেন টপলি।
ঋষভ পন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি সীমিত ওভারের ম্যাচে সেভাবে সফল হতে পারেননি। তিন ম্যাচে ২৬, ১ এবং ০ রান করলেন। এরপরেই ঋষভ পন্তকে নিয়ে প্রশ্ন তুললেন মাইকেল ভন। ঋষভ পন্ত প্রায়ই তার আক্রমণাত্মক শট নির্বাচনের জন্য সমালোচিত হয়েছেন এবং তার সর্বশেষ আউট হওয়ার সময়েও তিনি একই ভাবে আউট হননি। এবার পন্তের আউট হওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।
আরও পড়ুন… পিটারসেনকে আহত করেছিলেন ১৫ বছরের টপলি! চিনে নিন ৬ ফুট ৭ ইঞ্চির ব্রিটিশ বোলারকে
ক্রিকবাজের সঙ্গে কথা বলার সময়ে ভন বলেন, ‘আমি পন্তকে বলব, অতি-আক্রমনাত্মক হন। তিনি সাদা বলের ক্রিকেটে আক্রমণাত্মক হওয়ার লাইসেন্স পেয়েছেন, কিন্তু লাল-বলের ক্রিকেটে এটি একটি অসতর্ক পদ্ধতির মতো দেখায়।’ ভন আরও বলেন, ‘সাদা বলের ক্রিকেটে দেখে মনে হচ্ছে, সে এটা নিয়ে প্রায় ভাবছে। তিনি সেই জায়গার একজন খেলোয়াড় যিনি ১৫ ওভারের ব্যাটিংয়ে ভারতকে একটি খেলা জেতাতে পারেন। সে এত ভালো একজন খেলোয়াড় যে আপনি চাইবেন সে স্বাধীনতা ভাবে খেলুক। তিনি যে শট খেলছেন তা নিয়ে চিন্তিত হবেন না। আমার মতে এই ভারতীয় দলে তার কাজ হল ঝড় তোলা।’
আরও পড়ুন… পিটারসেনকে আহত করেছিলেন ১৫ বছরের টপলি! চিনে নিন ৬ ফুট ৭ ইঞ্চির ব্রিটিশ বোলারকে
ঋষভ পন্ত প্রসঙ্গে মাইকেল ভন আরও বলেন, ‘তার হাতে ব্যাট আছে মানে সে গিয়ে ঝড় তুলবে। আপনি যদি ঋষভ পন্তকে তার হাতে ব্যাট দেন এবং তাকে খেলার স্বাধীনতা দেন, তবে আমি বাজি ধরতে পারি যে সে অন্তত তিনটি ম্যাচে খুব সফলভাবে পার পাবে। এবং তিনি নিজেই গেমটি পুরোপুরি পরিবর্তন করবেন। তাকে আরও বেশি আক্রমণাত্মক হতে হবে, এটাই ঋষভ পন্তের পথ।’