বাংলা নিউজ > ময়দান > ‘সেভাবে ব্যাট করো, যেন তুমি চিংড়ি খাচ্ছ’, সেহওয়াগের অদ্ভুত পরামর্শের কথা ভোলেননি টেলর, জানুন পুরো ঘটনা

‘সেভাবে ব্যাট করো, যেন তুমি চিংড়ি খাচ্ছ’, সেহওয়াগের অদ্ভুত পরামর্শের কথা ভোলেননি টেলর, জানুন পুরো ঘটনা

বীরেন্দ্র সেহওয়াগ। ছবি- টুইটার।

২০১২ আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসে একসঙ্গে খেলার সময় অফ ফর্মে থাকা রস টেলরকে অদ্ভুত ব্যাটিং পরামর্শ দিয়েছিলেন বীরেন্দ্র সেহওয়াগ।

বীরেন্দ্র সেহওয়াগের ক্রিকেট খেলার দক্ষতা কতটা সহজাত, এবং বীরুর ক্রিকেট দর্শন কতটা অদ্ভুত, তার পরিচয় পাওয়া গেল আরও একবার। এবার নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা রস টেলর নিজের আত্মজীবনীতে প্রকাশ করলেন এমন এক ঘটনা, যা অত্যন্ত মজাদারও বটে।

আসলে ২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলসে (এখন দিল্লি ক্যাপিটালস) একসঙ্গে খেলার সময় সেহওয়াগ তাঁকে এমন অদ্ভুত এক ব্যাটিং টিপস দিয়েছিলেন, যা তিনি ভোলেননি এখনও। সেই ঘটনার কথাই তিনি উল্লেখ করেন আত্মজীবনী ‘রস টেলর: ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এ।

টেলর সেবছর মোটা টাকার বিনিময়ে দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছিলেন। তবে ব্যাট হাতে সাবলীল ছিলেন না। তিনি সমস্যায় রয়েছেন বুঝেই বীরু এগিয়ে এসে টেলরকে পরামর্শ দিয়েছিলেন, ‘সেভাবে ব্যাট করো, যেন তুমি চিংড়ি খাচ্ছো।’

আরও পড়ুন:- CSA T20 League: এখনও IPL খেলছেন ধোনি, যোগ দেওয়া যাবে না দক্ষিণ আফ্রিকার T20 লিগে, কড়া নির্দেশ BCCI-এর, রিপোর্ট

আসলে আইপিএলের মাঝে দিল্লি ডেয়ারডেভিলসের ক্রিকেটারার সেহওয়াগের রেস্টুরেন্টে খেলে গিয়েছিলেন। সেখানে বড় স্ক্রিনে প্রিমিয়র লিগের ম্যাচ চলছিল। আগুয়েরোর স্টপেজ টাইমের গোলে ম্যাচ জিতে প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হয় ম্যাঞ্চেস্টার সিটি। দিল্লির ক্রিকেটারদের বেশিরভাগই ফুটবল দেখতে ব্যস্ত ছিলেন। তবে টেরল তখন ব্যস্ত ছিলেন দুর্দান্ত স্বাদের চিংড়ি খেতে। বিষয়টা নজর এড়ায়নি সেহওয়াগের। পরের দিন যখন ব্যাট করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন টেলর, ঠিক তখনই এমন অদ্ভুত ব্যাটিং টিপস পেয়েছিলেন বীরুর কাছ থেকে।

আরও পড়ুন:- চুক্তিও করবে না, অন্য কোথাও খেলতেও দেবে না, মামার বাড়ির আব্দার? লিনকে বোর্ডের বিরুদ্ধে আদালতে যাওয়ার পরামর্শ চ্যাপেলের

সেহওয়াগকে সেই ম্যাচে ব্যাট হাতে এতটাই সাবলীল দেখিয়েছিল যে, কিউয়ি তারকার মনে হয়েছিল বুঝি ক্রিকেট খেলাটা বীরুর হবি এবং নিছক মজার জন্য ব্যাট করেন তিনি। বিদেশি ক্রিকেটাররা সবাই যখন রীতিমতো খোঁড়াচ্ছিলেন, মাঠের চারিদিকে অনায়াসে শট নিচ্ছিলেন সেহওয়াগ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন