বাংলা নিউজ > ময়দান > নেট বোলার ছিলেন, হ্যারিস রউফের সঙ্গে দেখা হলেই মনে করিয়ে দিতেন কোহলি!

নেট বোলার ছিলেন, হ্যারিস রউফের সঙ্গে দেখা হলেই মনে করিয়ে দিতেন কোহলি!

হ্যারিস রউফ (AFP)

পাকিস্তান ফাইনালে ওঠার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। সেই হ্যারিস রউফকেই নাটি নেট বোলার ভেবেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী!

শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার হ্যারিস রউফ। দ্রুতগতির পেসার হ্যারিস রউফ অস্ট্রেলিয়াতে হয়ে যাওয়া টি-২০ বিশ্বকাপে যথেষ্ট ভালো ফর্মে ছিলেন। পাকিস্তান ফাইনালে ওঠার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। সেই হ্যারিস রউফকেই নাটি নেট বোলার ভেবেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী! কোহলি-শাস্ত্রীর সঙ্গে এমন অজানা এক কথোপকথনের কথাই জানিয়েছেন হ্যারিস স্বয়ং।

হ্যারিস জানিয়েছেন আমার সঙ্গে যখন শাস্ত্রীর দেখা হত তখন উনি বলতেন 'যখনই আমার শাস্ত্রীর সঙ্গে দেখা হয় আমাকে ও সবসময় মনে করিয়ে দেয় আমি একটা সময়তে নেট বোলার ছিলাম। সেখান থেকে কিভাবে আমি উঠে এসেছি। এখন আমার যে খ্যাতি হয়েছে তা নিয়েও বলত। ও (শাস্ত্রী) জানত আমি কোথা থেকে উঠে এসেছি। আমাকে দেখে ও খুব খুশি হয় এই কারণেই।'

তিনি পাশাপাশি যোগ করেন 'বিরাট ভাই ও আমাকে খুব সাহায্য করে। আমাকে বলে একটা সময় তো তুমি নেট বোলার ছিলে।' প্রসঙ্গত ২০১৮-১৯ সালে ভারত, অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। সেই সফরে ভারতীয় ব্যাটারদেরকে নেটে বল করেন হ্যারিস রউফ। অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশেও নিয়মিত খেলেছেন তিনি। মেলবোর্ন স্টারসের হয়ে ২০১৯-২ মরশুমে তিনি বিগ ব্যাশে ১০ ম্যাচে নিয়েছিলেন ২০টি উইকেট। এরপরেই ২০২০ সালে পাকিস্তান দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয়েছিল তাঁর। ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে ১৫টি ওয়ানডে এবং ৫৭টি টি-২০ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। চলতি ইংল্যান্ড সিরিজে রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ও অভিষেক হয়েছে তাঁর।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন