বাংলা নিউজ > ময়দান > দুটো ভুল খেলোয়াড় নির্বাচন করলে সেটা সঠিক হয় না, ধাওয়ানদের উপর চটলেন নেহরা

দুটো ভুল খেলোয়াড় নির্বাচন করলে সেটা সঠিক হয় না, ধাওয়ানদের উপর চটলেন নেহরা

দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিলেন নেহরা

হ্যামিলটনে দ্বিতীয় ওয়ানডেতে দলে দুটি পরিবর্তন করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দল থেকে সঞ্জু স্যামসন এবং শার্দুল ঠাকুরকে বসানো হয়। দলে সুযোগ দেওয়া হয় দীপক হুডা এবং দীপক চাহারকে। আর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন আশিস নেহরা।

শুভব্রত মুখার্জি: ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের দল নির্বাচন নিয়েই প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহের। দল নির্বাচনে আরও বেশি করে স্থিরতা দেখাতে তিনি নির্বাচকদের পরামর্শও দিয়েছেন। এই মুহূর্তে ভারতীয় দল নিউজিল্যান্ড সফরে গিয়েছে। অকল্যান্ডে প্রথম ম্যাচে হেরে গিয়েছে তাঁরা। সেই ম্যাচে হারার পরেই ভারতীয় দলের দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। একটি পেসার কম খেলানোতে প্রশ্ন উঠে গিয়েছিল দল নির্বাচন নিয়ে। হ্যামিলটনে দ্বিতীয় ওয়ানডেতে দলে দুটি পরিবর্তন করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দল থেকে সঞ্জু স্যামসন এবং শার্দুল ঠাকুরকে বসানো হয়। দলে সুযোগ দেওয়া হয় দীপক হুডা এবং দীপক চাহারকে। আর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন আশিস নেহরা। তিনি এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আশিস নেহরা বলেন 'আমি আশা করব দীপক হুডাকে দলে নেওয়া হয়েছে নিশ্চয় তাঁর বোলিংয়ের জন্য নয়। আপনাদের হাতে রয়েছে ওয়াশিংটন সুন্দর। হ্যাঁ ও ভালো বল করেছে। টি-২০'তে ও ভালো বোলিং করেছে। আমাদের দলের কাছেও ষষ্ঠ বোলিং অপশন। তবে ভালো ষষ্ঠ বোলিং অপশন নয়। আমি মনে করি না দুটো ভুল একটা ঠিক করে দেয়। ব্যাপারটা এমন নয় যে শার্দুল ঠাকুর খারাপ খেলেছে। তবে ঠাকুরের পরিবর্তে দীপক চাহারকে নেওয়ার যুক্তিটা আমি বুঝলাম না। এখন আপনারা ঠাকুরকে বসিয়ে চাহারকে খেলাচ্ছেন। একটা ম্যাচের পরেই কাউকে এইভাবে বসিয়ে দেওয়াটা একেবারেই কঠিনতম সিদ্ধান্ত।'

তবে সঞ্জু স্যামসনের বদলে দীপক হুডাকে খেলানো নিয়ে আশিস নেহরা অবশ্য বিরূপ মনোভাব পোষণ করেননি। তবে তাঁর মতে দীপক হুডার শেষ কয়েকটি পারফরম্যান্সের পরে হয়ত নির্বাচকদের আর 'প্রিয় পাত্র' তিনি। এমন আশঙ্কা প্রকাশ করেছেন আশিস নেহরা। নেহরার মতে 'আমি হলেও সঞ্জুর পরিবর্তে হুডাকেই খেলাতাম। কারণ ও বিশ্বকাপ স্কোয়াডের (টি-২০ বিশ্বকাপ) অঙ্গ ছিল। হঠাৎ করেই যেন এখন ওকে আর কোথাও দেখা যাচ্ছে না। ফলে এটা হুডা এবং ঠাকুরের পক্ষে খুব বেশি কঠিন। সবসময় তোমার একজন ষষ্ঠ বোলিং অপশন থাকা উচিত। তবে সেটা কখনোই দীপক হুডা হতে পারে না। আমার কাছে এই ষষ্ঠ বোলিং অপশন দীপক হুডা নয়, ও দীপক চাহার। তুমি চারজন পেসারকে দলে রাখ যতক্ষণ না হার্দিক পান্ডিয়া নেই। পাশাপাশি দুজন স্পিনারকে রাখ দলে। সুন্দর (ওয়াশিংটন) একজন খুব ভালো ব্যাটার। এরপর তোমার হাতে রয়েছে চাহার এবং ঠাকুর। তোমার দলটা ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। সবসময় পরিবর্তন করাটা ঠিক নয়।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন