টিম ইন্ডিয়ার ডানহাতি ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে নিয়ে বড় দাবি করলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক। সূর্যকুমার যাদবের প্রশংসা করে দীনেশ কার্তিক বলেছেন যে সূর্যকুমার যাদব সম্পূর্ণ ভিন্ন গ্রহে ব্যাট করছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সের পরে সূর্যকুমার যাদব প্রমাণ করেছেন তিনি আরও বেশি ম্যাচ খেলার যোগ্য। কেপ টাউনে ভারতের ২৮৮ রান তাড়া করার সময় সূর্যকুমার যাদব ভালো ব্যাটিং করেছিলেন। তবে ফিনিশিং লাইন স্পর্শ করতে পারেনি তারা। প্রথম দুই ম্যাচে সূর্যকুমার যাদবকে প্রথম একাদশে রাখা হয়নি। সূর্যকুমার যাদব এখনও পর্যন্ত ভারতের হয়ে ১১টি টি-টোয়েন্টি এবং ৪টি একদিনের ম্যাচ খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের জন্য মুম্বই ইন্ডিয়ান্স তাকে ধরে রেখেছে।
দীনেশ কার্তিক Cricbuzz-এ বলেছেন, ‘সূর্যকুমার যাদব সম্পূর্ণ ভিন্ন গ্রহে ব্যাট করছিলেন। শট বাছাই করা থেকে, ব্যাটিং করার সময় তার অবস্থান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী করছেন। সে সেই পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংকে অনেক সহজ করে দিয়েছিলেন। তাকে আরও বেশি সময় ধরে খেলতে দিন, আমি আছি। আমি নিশ্চিত তিনি ভারতের জন্য বিস্ময়কর কাজ করবেন। কিন্তু, তার আরও বেশি সময় দরকার। এখন তিনি যখনই মাঠে নামেন, তখনই তার ওপরের ও নিচের খেলোয়াড়রা চাপে থাকেন। ওর জন্য ফিল্ডিং সাজানো খুবই কঠিন।’
তিনি আরও যোগ করেছেন, ‘সূর্যকুমার যাদব যেকোন পরিস্থিতিতে একই টেম্পো নিয়ে খেলেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও তিনি একইভাবে খেলেন এবং ৩ নম্বরে আসেন। আপনি যদি তাকে ৪ বা ৫ নম্বরে খেলান তবে আপনি ভালো পরিমাণ পাবেন এবং আপনি রান পাবেন। কিন্তু আমি তাকে ওয়ানডে ক্রিকেটে ৫ বা ৬ নম্বরে ব্যাট করতে দেব, কারণ সে দ্রুত খেলা পরিবর্তন করতে জানে।’ যদিও ৬ নম্বরের জন্য তিনি রবীন্দ্র জাদেজাকেও উপযুক্ত বলেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘জাদেজা ছয় নম্বরে ব্যাট করার জন্য প্রস্তুত। আসলে তিনি এত ভালো ব্যাটিং করছেন যে তিনি পাঁচ নম্বরেও খেলতে পারেন। তিনি এখন আর অসতর্ক বাচ্চা নন, তিনি এখন তার মাথার ব্যবহার করছেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।